সোমবার, ২৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে গণটিকা কার্যক্রম আর হচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশে গণটিকা কার্যক্রম আর হচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানালেন, গণটিকা কার্যক্রম আপাতত আর হচ্ছে না। এখন থেকে নিবন্ধন করে সবাইকে টিকা নিতে হবে। বেশিরভাগ মানুষকে করোনা টিকার আওতায় আনার লক্ষ্যে আগস্টের শুরুতে দেশব্যাপী গণটিকা কার্যক্রম শুরু হয়। এতে বেশ সাড়াও মেলে। বলা হয়েছিল দ্বিতীয় ডোজেও গণটিকা দেয়া হবে।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।গত ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশব্যাপী গণটিকা দেয়া হয়। এসময় অবশ্য টিকা নিতে আগ্রহী মানুষের যে পরিমাণ ভিড় ছিল কেন্দ্রে তার তুলনায় টিকা ছিল কম। ফলে বেশ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে সরকারের টার্গেটের চেয়েও বেশি মানুষ এই সময়ে টিকা নিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপাতত করোনার গণটিকা কার্যক্রম হচ্ছে না। যখন টিকা আসবে নিবন্ধন করেই সবাইকে টিকা নিতে হবে।
আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।