মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আফগান ৪৬ প্লেন জোর করে নামাল উজবেকিস্তান
আফগান ৪৬ প্লেন জোর করে নামাল উজবেকিস্তান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে আসা ৪৬টি প্লেন জোর করে নামিয়েছে উজবেকিস্তান। দেশটির দাবি, বেআইনিভাবে তাদের আকাশসীমায় ঢুকে পড়েছিল প্লেনগুলো। তাই সেগুলো নামাতে বাধ্য হয়েছে তারা।
রোববার তালেবান কাবুলের দখল নেওয়ার পর থেকেই দলে দলে দেশ ছাড়ছেন আফগানরা। এই দেশত্যাগীদের মধ্যে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট আশরফ গনি ঘনিষ্ঠ সেনা ও নিরাপত্তা কর্মকর্তারাও। বিমানে চেপে আশেপাশের দেশগুলোতে আশ্রয়ের খুঁজছেন তারা। খবর এনডিটিভির।
এমন পরিস্থিতিতে সোমবার সকালে উজবেকিস্তানে আফগান সেনাবাহিনীর একটি প্লেন ভেঙে পড়ার খবর আসে। জানা যায়, রোববার গভীর রাতে প্লেনটি সেখানে ভেঙে পড়ে। শুরুতে এ নিয়ে কোনো মন্তব্যই করেনি উজবেকিস্তান সরকার।
প্রথমে রাশিয়া জানায়, উজবেক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে তাদের। প্লেনটি নামানো হয়েছে বলে জানিয়েছে তারা। এরপর উজবেক সরকার বিবৃতি প্রকাশ করে জানায়, পথ দেখিয়ে বিমানবন্দরে নিয়ে যাওয়ার সময় বিমান বাহিনীর একটি প্লেনের সঙ্গে সংঘর্ষে আফগান প্লেনটি ভেঙে পড়ে। পরে যদিও সেই মন্তব্য প্রত্যাহার করে নেয় উজবেক সরকার।
এরপর মঙ্গলবার জোর করে প্লেন নামানোর কথা স্বীকার করে তারা জানায়, রোববার থেকে মোট ২২টি আফগান যুদ্ধবিমান এবং ২৪টি সেনা হেলিকপ্টার বেআইনিভাবে তাদের আকাশসীমায় প্রবেশ করে। ওই ৪৬টি প্লেনে গনি সরকারের ৫৮৫ জন আফগান সেনা ও সরকারি কর্মকর্তারা রয়েছে। তাই সেগুলো নামানো হয়। রোববার রাতে ‘ভেঙে পড়া’ প্লেনটিও বেআইনিভাবে আকাশসীমা লঙ্ঘন করায় নামানো হয় বলে জানিয়েছে তারা। ওই দুই প্লেনের পাইলট হাসপাতালে ভর্তি। বাকিদের কী অবস্থা সম্পর্কে কিছু জানায়নি উজবেক সরকার।