রবিবার, ১১ জুলাই ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিদেশী শক্তির বৈরিতার মুখে বন্ধুত্ব অত্যন্ত প্রয়োজনীয় উ. কোরিয়া ও চীন
বিদেশী শক্তির বৈরিতার মুখে বন্ধুত্ব অত্যন্ত প্রয়োজনীয় উ. কোরিয়া ও চীন
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা, KCNA জানায়, উত্তর কোরিয়া ও চীনের দুই নেতা দুটি দেশের বন্ধুত্ব চুক্তির বার্ষিকীতে বৃহত্তর সহযোগিতা ও মিলিত সহায়তা জোরদার সম্পর্কিত বার্তা আদান-প্রদানের মাধ্যমে সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেছেনI
চীনের প্রেসিডেন্ট, শি জিংপিংয়ের কাছে লিখিত চিঠিতে উত্তর কোরীয় নেতা, কিম জং উন বলেন, বিদেশী শক্তির বৈরিতার মুখে আমাদের বন্ধুত্ব অত্যন্ত প্রয়োজনীয়, যার উত্তরে, প্রেসিডেন্ট শি সহযোগিতার এক নতুন দিগন্তের প্রতিশ্রুতি ব্যক্ত করেনI
১৯৬১ সালে দুটি দেশ চুক্তি স্বাক্ষরের পর, চীন হয়ে ওঠে উত্তর কোরিয়ার একমাত্র নির্ভরযোগ্য বৃহৎ মিত্রI পিয়ং ইয়ংয়ের পরমাণু ও ব্যালিস্টিক কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপিত হওয়ার পর, উত্তর কোরিয়া বেইজিংয়ের ওপর তার ব্যবসা ও অন্যান্য সহযোগিতার জন্য আরো নির্ভরশীল হয়ে ওঠেI
কিমের বার্তা উদ্ধৃতি দিয়ে KCNA মাধ্যম জানায়, উত্তর কোরীয় নেতা বলেছেন সাম্প্রতিক বছরগুলিতে নজিরবিহীন সঙ্কটজনক পরিস্থিতিতে DPRK ও চীনের বন্ধুভাবাপন্ন আস্থা ও জঙ্গি বন্ধুত্ব দিনের পর দিন জোরদার হয়েছেI
প্রেসিডেন্ট শি’র বার্তায় জানানো হয়েছে যে, তিনি কিমের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি কোরে দুটি দেশের ও জনগণের বৃহত্তর শান্তি চান, যা করা হবে দুটি দেশের সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ককে আরো নতুন মাত্রার সংযোজন ঘটিয়েI