শনিবার, ১০ জুলাই ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » যুক্তরাষ্ট্রে তৃতীয় ডোজের অনুমোদন চাইবে ফাইজার
যুক্তরাষ্ট্রে তৃতীয় ডোজের অনুমোদন চাইবে ফাইজার
বিবিসি২৪নিউজ, খান শওকত যুক্তরাষ্ট্র থেকেঃ ফাইজার প্রতিষ্ঠান জানিয়েছে যে তারা তৃতীয় টিকার জন্য যুক্তরাষ্ট্র সরকারের অনুমোদন চাইবেI সংস্থাটি জানায়, তৃতীয় একটি টিকা নাটকীয়ভাবে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম হবে এবং হয়তোবা সাম্প্রতিক সময়ের ভয়াবহ ভেরিয়েন্টের বিরুদ্ধেও তা সফল হতে পারেI বিভিন্ন দেশের গবেষণায় প্রমাণিত হয়েছে যে, অত্যন্ত দ্রুত বর্ধনশীল ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে কভিড-১৯ ‘র বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন দৃঢ় প্রতিরোধ গড়তে সক্ষমI
তবে শরীরে যে এন্টিবডি সৃষ্টি হয়, তা স্বাভাবিকভাবে ম্রিয়মান হতে থাকেI তবে ফাইজার সংস্থা জানায় আগাম তথ্যে প্রমাণিত হয়েছে যে, তৃতীয় একটি ডোজ মানুষের প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়িয়ে দিতে সক্ষম হবেI