রবিবার, ৪ জুলাই ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভূমধ্যসাগরে তলিয়ে গেছে বাংলাদেশিসহ ৪৩ অভিবাসী
ভূমধ্যসাগরে তলিয়ে গেছে বাংলাদেশিসহ ৪৩ অভিবাসী
বিবিসি২৪নিউজ, ইইউ প্রতিনিধি : ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টাকালে তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে বাংলাদেশিসহ ৪৩ জন সাগরের পানিতে তলিয়ে গেছে। শনিবারের (০৩ জুলাই) এ ঘটনায় আরও ৮৪ জনকে উদ্ধার করেছে তিউনিসিয়ান নৌবাহিনী।
তিউনিসীয় রেড ক্রিসেন্টের প্রধান মোঙ্গি স্লিম (Mongi Slim) এ কথা জানিয়েছেন।
গত সোমবার রাতে লিবিয়ার উত্তরপশ্চিম উপকূলের জুওয়ারা বন্দর থেকে যাত্রা শুরু করে জাহাজটি।ইউরোপ পৌঁছাতে তারা ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। ইঞ্জিন ভেঙে যাওয়ার পর জাহাজটি উল্টে যায়।
তিউনিসীয় রেড ক্রিসেন্ট জানায় নৌকাটি মিশর, সুদান, ইরিত্রিয়া এবং বাংলাদেশের নাগরিকদের বহন করছিল।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার রুটে প্রধান পয়েন্ট লিবিয়া।আর ইউরোপ প্রবেশের অন্যতম প্রধান রুট ইতালি।
সম্প্রতি তিউনিসিয়া ও লিবিয়া থেকে বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা বেড়ে গেছে। এরই মধ্যে তিউনিসিয়া উপকূলে আরও কয়েকটি জাহাজডুবির ঘটনা ঘটেছে।
সাম্প্রতিক বছরগুলোতে বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে ইউরোপে অভিবাসন প্রত্যাশী কয়েক লাখ মানুষ। এদের অধিকাংশই আফ্রিকা, মধ্যপ্রাচ্যের জনগণ। সংঘাত ও দারিদ্র থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়েছে এসব মানুষ।