রবিবার, ২৭ জুন ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | মিডিয়া ওয়াশ | শিরোনাম | সাবলিড » বিবিসিতে শীর্ষ খবর বাংলাদেশ কেন? নিজ দেশের খবর নেই : বৃটিশ সাংবাদিকের কটাক্ষ
বিবিসিতে শীর্ষ খবর বাংলাদেশ কেন? নিজ দেশের খবর নেই : বৃটিশ সাংবাদিকের কটাক্ষ
বিবিসি২৪নিউজ, রুপা শামীমা, লন্ডন থেকেঃ সম্প্রতি বিবিসির শীর্ষ সংবাদ ছিলঃ বাংলাদেশে কঠোর লকডাউনের আগে দলে দলে মানুষ ঢাকা ছাড়ছে। বিবিসিতে যখন এই সংবাদ সম্প্রচারিত হচ্ছিল তখন (স্থানীয় সময় শনিবার বিকেলে) যুক্তরাজ্যের লন্ডনে হাজার হাজার মানুষ লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে হাইড পার্কের রাস্তায় নেমে আসে।
দুটি ঘটনাকে মিলিয়ে বিবিসিকে কটাক্ষ করেছেন বৃটিশ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক, দ্য সানডে টাইমসের রাজনীতি বিভাগের সাবেক সম্পাদক ইসাবেল ওকেসেট।
নিজের ভেরিফাইড টুইটার একাউন্টে ইসাবেল লিখেছেনঃ
“এই মুহুর্তে বিবিসির শীর্ষ খবর হচ্ছে ‘বাংলাদেশে কঠোর লকডাউনের আগে দলে দলে মানুষ ঢাকা ছাড়ছে’। খুব ভালো রিপোর্ট। এশিয়া নিয়ে দুর্দান্ত কাভারেজ! কিন্তু আপনারাতো (বিবিসি যার মানে) বৃটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। আমাদের নিজেদের দেশে লকডাউনের প্রতিবাদে আজ লন্ডনে যে বিশাল জনসমাগম হলো তার খবর কি??”
ইসাবেল তার লেখাটির সাথে হাইড পার্কের রাস্তায় বিক্ষোভকারীদের একটি ভিডিও পোস্ট করেন।