রবিবার, ২০ জুন ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি
ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আয়াতুল্লাহ ড, সাইয়েদ ইব্রাহিম রায়িসি ভূমিধস বিজয় লাভ করেছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মোহসেন রেজায়ীর চেয়ে ১ কোটি ৫৫ লাখ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, এবারের নির্বাচনে ৫ কোটি ৯৩ লাখ ১০ হাজার ৩০৭ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৩০৪ জন। এর মধ্যে ইব্রাহিম রায়িসি পেয়েছেন ১ কোটি ৭৯ লাখ ২৬ হাজার ৩৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহসেন রেজায়ী পেয়েছেন ৩৪ লাখ ১২ হাজার ৭১২ ভোট। এছাড়া, আব্দুন নাসের হেম্মাতি ২৪ লাখ ২৭ হাজার ২০১ ভোট এবং সাইয়্যেদ আমির হোসেইন কাজিজাদেহ পেয়েছেন ৯ লাখ ৯৯ হাজার ৭১৮ ভোট।
নির্বাচনে ৪৮.৮ শতাংশ ভোট পড়েছে বলে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইব্রাহিম রায়িসি পেয়েছেন প্রদত্ত ভোটের ৬১.৯ শতাংশ, মোহসেন রেজায়ী ১১.৭ ভাগ, আব্দুন নাসের হেম্মাতি ৮.৩ ভাগ এবং কাজিজাদেহ হাশেমি ৩.৪ ভাগ ভোট।
আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার আগেই সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানান তার তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। প্রেসিডেন্ট হাসান রুহানিও নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন।
নির্বাচনের প্রার্থী হওয়ার আগ পর্যন্ত ইব্রাহিম রায়িসি ২০১৯ সাল থেকে ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।