মঙ্গলবার, ৮ জুন ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » কানাডায় এক মুসলিম পরিবারের ৪ জনকে ট্রাক চাপায় হত্যা,পুলিশ বলছে পূর্বপরিকল্পিত’
কানাডায় এক মুসলিম পরিবারের ৪ জনকে ট্রাক চাপায় হত্যা,পুলিশ বলছে পূর্বপরিকল্পিত’
বিবিসি২৪নিউজ,দেলোয়ার হোসেন, কানাডা থেকেঃ কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে পিকআপ ট্রাক চাপা পড়ে একটি মুসলিম পরিবারের চার সদস্যের নিহতের ঘটনা ‘পূর্বপরিকল্পিত’ হামলা ছিল বলে পুলিশ জানিয়েছে। রোববার পিকআপ ট্রাকটি রাস্তা থেকে লাফ দিয়ে ফুটপাতে উঠে তাদের ওপর দিয়ে চলে যায়; এ ঘটনাকে ইসলামবিরোধী ঘৃণাজনিত অপরাধ বলে বর্ণনা করেছে দেশটির পুলিশ, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সোমবার এক সংবাদ সম্মেলনে লন্ডন পুলিশের গোয়েন্দা বিভাগের সুপার পল রাইট বলেছেন, “এটি একটি পরিকল্পিত, পূর্বপরিকল্পিত কাজ, ঘৃণা থেকে উৎসারিত। “বিশ্বাস করা হচ্ছে, তারা মুসলিম বলেই তাদের বেছে নেওয়া হয়েছে।” পুলিশ রোববার সন্দেহভাজন হামলাকারী ২০ বছর বয়সী নাথানিয়েল ভেলটম্যানকে গ্রেপ্তার করছে। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে পুলিশ জানিয়েছে, তার গাড়ি হঠাৎ করেই রাস্তা থেকে সরে ফুটপাতের ওপর উঠে ওই পরিবারটিকে আঘাত করে তারপর দ্রুতবেগে পালিয়ে যায়। এ ঘটনায় ওই পরিবারের নয় বছর বয়সী একটি বালক শুধু রক্ষা পেয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছে সে। ভেলটম্যান লন্ডনের বাসিন্দা বলে জানানো হয়েছে। তার বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার চারটি হত্যাকাণ্ড ও একটি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। সোমবার তাকে রিমান্ডে দেওয়া হয়েছে। রিমান্ড শেষে বৃহস্পতিবার ফের তাকে আদালতে হাজির করা হবে। পুলিশ জানিয়েছে, ভেলটম্যানের নামে অপরাধের কোনো রেকর্ড নেই, সে কোনো বর্ণবাদী গোষ্ঠীর সদস্য বলেও জানা নেই। কোনো ঘটনা ছাড়াই ঘটনাস্থল থেকে প্রায় ৬৪ কিলোমিটার দূরে একটি মার্কেটের পার্কিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় সে একটি বর্ম ধরনের ভেস্ট পরা ছিল এবং দুষ্কর্মে তার কোনো সহযোগী ছিল বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ তখন পর্যন্ত হতাহতদের নাম প্রকাশ না করলেও লন্ডন ফ্রি প্রেস জানিয়েছে, যারা নিহত হয়েছেন তারা হলেন সৈয়দ আফজাল (৪৪), তার স্ত্রী মাদিহা সালমান (৪৪) ও তাদের ১৫ বছর বয়সী কন্যা ইয়ুমনা আফজাল; সৈয়দ আফজালের ৭৪ বছর বয়সী মাও নিহত হয়েছেন, কিন্তু তার নাম নিশ্চিত হওয়া যায়নি। আফজালের নয় বছর বয়সী ছেলে ফায়েজ আফজাল আঘাত পেলেও শঙ্কামুক্ত আছে। ২০১৭ সালে কুইবেকের একটি মসজিদে ছয় কানাডীয় মুসলিমকে গুলি করে হত্যা করেছিল এক ব্যক্তি; ওই ঘটনার পর এটিই কানাডায় মুসলিমদের ওপর চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা। টরন্টো থেকে ২০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমের শহর লন্ডনের মেয়র এড হোল্ডার এ ঘটনাকে তার শহরে ঘটা সবচেয়ে নিকৃষ্ট নির্বিচার হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন।