বুধবার, ১৩ জুলাই ২০২২
প্রথম পাতা » বিবিধ » জার্মানিতে কড়া লকডাউন চলছে, করোনা আবারো ‘বিপদজনক’ মাত্রায়
জার্মানিতে কড়া লকডাউন চলছে, করোনা আবারো ‘বিপদজনক’ মাত্রায়
বিবিসি২৪নিউজ, ইইউ প্রতিনিধিঃ জার্মানিতে করোনার সংক্রমণ আবারো সরকারের নির্ধারিত বিপদজনক মাত্রা স্পর্শ করেছে৷ হামবুর্গে নেমে এসেছে কড়া লকডাউন৷ অন্যান্য জায়গাতেও কড়াকড়ি ফের বাড়তে পারে৷ সোমবার জানা যাবে সিদ্ধান্ত৷
পরিসংখ্যান অনুযায়ী, গেল এক সপ্তাহে জার্মানিতে প্রতি লাখে করোনায় আক্রান্ত হয়েছেন ১০৩ জনেরও বেশি৷ রোববার দেশটির স্বাস্থ্য বিষয়ক সংস্থা রবার্ট কখ ইনস্টিটিটিউট এই পরিসংখ্যান প্রকাশ করেছে৷ সংক্রমণের হার ১০০ ছাড়ালে কড়া লকডাউন আরোপ করার বিষয়ে সরকারের আগের একটি সিদ্ধান্ত ছিল৷ সে অনুযায়ী, শুক্রবার হামবুর্গে স্থানীয় সরকার শহরটিতে কড়া লকডাউন ফিরিয়ে এনেছে৷
সোমবার চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে ১৬টি রাজ্যের প্রধানমন্ত্রীদের পূর্বনির্ধারিত বৈঠক রয়েছে৷ সেখানে লকডাউন বিষয়ে নতুন কিছু সিদ্ধান্ত আসতে পারে৷ ম্যার্কেল আগেই জানিয়ে রেখেছেন সংক্রমণের হার বাড়তে থাকলে প্রয়োজনে আবারো কড়া লকডাউনে ফিরতে সরকার দ্বিধা করবে না৷ কোয়ারান্টিনে পাঠানোর কথা ভাবছে জার্মানির সরকার৷ এই সংক্রান্ত একটি প্রস্তাবনা দেখেছে বার্তা সংস্থা রয়টার্স৷ সামনের ছুটিতে বিদেশে ভ্রমনে যেতে ইচ্ছুক নাগরিকদের নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে খসড়া প্রস্তাবে৷ পর্যটনকেন্দ্রগুলোতে বিভিন্ন দেশের নাগরিকদের সংস্পর্শে সহজে করোনার নতুন ধরনে তারা আক্রান্ত হতে পারেন৷ তাদের কথা মাথায় রেখে তাই ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে৷
পরিকল্পনায় কোম্পানিগুলোর উপরও নতুন নির্দেশনার প্রস্তাব থাকছে৷ সে অনুযায়ী কোন প্রতিষ্ঠান কর্মীদের ঘর থেকে অফিস করার সুযোগ দিতে ব্যর্থ হলে সপ্তাহে দুই দিন তাদেরকে করোনার .ব্যাপিড টেস্ট করাতে হবে৷