শনিবার, ১৩ মার্চ ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনাভাইরাসঃ জনসনের টিকার অনুমোদন দিল ডব্লিউএইচও
করোনাভাইরাসঃ জনসনের টিকার অনুমোদন দিল ডব্লিউএইচও
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধিঃ জনসন এন্ড জনসনের তৈরি করোনাভাইরাস টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনুমোদনের একদিন পরই জনসনের টিকার অনুমোদন দিলো এই আন্তর্জাতিক সংস্থা। এখন পর্যন্ত অনুমোদন পাওয়া সব টিকার দুইটি ডোজ দিতে হলেও জনসনের টিকার দিতে হবে এক ডোজ।
নিউইয়র্ক টাইমসের খবর বলা হয়েছে, যেসব স্বল্প ও মধ্য আয়ের দেশগুলোতে সবেমাত্র টিকা দেয়ার প্রচারণা শুরু হয়েছে, সেসব দেশে ‘কোভ্যাক্স’ প্রকল্পের মাধ্যমে জনসনের টিকা পৌঁছে দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
জনসনের টিকার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস বলেন, ‘যেহেতু নতুন একটি টিকা এসেছে, সেহেতু এটিকে অবশ্যই বৈশ্বিক সমাধানের অংশ আমাদের ব্যবহার করতে হবে। কোনো দেশ বা মানুষকে বাদ দেয়া চলবে না। আমরা আশা করি নতুন এই টিকা অসমতা দূর করতে সহায়তা করবে।’
টিকার চূড়ান্ত ট্রায়ালের পর জনসন অ্যান্ড জনসন জানায়, তাদের তৈরি টিকার মাত্র এক ডোজই অন্য টিকার দুই ডোজের সমান কার্যকর। এছাড়া এর আরেকটি অন্যতম সুবিধা হলো সংরক্ষণ ব্যবস্থা। এটি সাধারণ রেফ্রিজারেটরে তিন মাস পর্যন্ত স্বাভাবিক সংরক্ষণ করা যায়। যেসব দেশে অন্য টিকা সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেই তারাও অনায়াসে জনসনের টিকা গ্রহণ করতে পারে।
এরই জনসনের কাছে কোভ্যাক্স প্রকল্পের জন্য ৫০ কোটি টিকা চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া আগে থেকেই যুক্তরাষ্ট্রের কাছে ২০ কোটি ডোজ টিকার চুক্তি করেছে জনসন।