মঙ্গলবার, ২ মার্চ ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নাভালনির ঘটনায় আমেরিকা ও ইইউর নিষেধাজ্ঞা দিলে পাল্টা ব্যবস্থাঃ রাশিয়া
নাভালনির ঘটনায় আমেরিকা ও ইইউর নিষেধাজ্ঞা দিলে পাল্টা ব্যবস্থাঃ রাশিয়া
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া বলেছে, বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে কেন্দ্র করে যদি আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে রুশ সরকারও পাল্টা ব্যবস্থা নেবে। তবে সবই নির্ভর করছে তাদের পদক্ষেপের ধরনের ওপর।
গতকাল (সোমবার) রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ একথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, মার্কিন ও ইউরোপীয় ইাউনিয়নের পদক্ষেপের বিরুদ্ধে ক্রেমলিন যেকোনো ব্যবস্থা নিতে পারে। তিনি বলেন, “আমরা জানি না কোন বিষয়টি ওয়াশিংটনের মনোভাবকে প্রভাবিত করবে। তবে আমাদের নীতি সুস্থির, বোধগম্য ও যৌক্তিক।”
রিয়াবকভ বলেন, “আমরা শেষ পর্যন্ত দেখব কী ঘটে। তারপর আমরা পরিস্থিতির মূল্যায়ন করব কীভাবে আমরা প্রতিক্রিয়া দেখাব।”
অ্যালেক্সি নাভালনি
দুটি সূত্রের উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অ্যালেক্সি নাভালনিকে কথিত বিষ প্রয়োগের ঘটনায় হোয়াইট হাউজ রাশিয়ার বিরুদ্ধে মঙ্গলবার নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। যাদের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করবে তাদের সম্পদ আটক করা হবে এবং তাদের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধের জন্য মার্কিন কোম্পানিগুলোর সামনে বাধা সৃষ্টি করবে। রাশিয়া শুরু থেকেই বলে আসছে, তারা নাভালনিকে বিষ প্রয়োগ করে নি।