সোমবার, ১ মার্চ ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মুশতাক আহমেদের মৃত্যুতেঃ ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে সচিবালয় ঘেরাও
মুশতাক আহমেদের মৃত্যুতেঃ ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে সচিবালয় ঘেরাও
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধার মুখে সচিবালয়ের কাছে অবস্থান নিয়েছিল বামপন্থী ছাত্র-সংগঠনগুলোর নেতা কর্মীরা।
লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এই ছাত্র-সংগঠনগুলো কয়েকদিন ধরে বিক্ষোভ করছে।
বামপন্থী ছাত্র-সংগঠনগুলো আজ বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে।
মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার ও দোয়েল চত্বর হয়ে, শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেড সরিয়ে এগিয়ে যায়।
সেসময় একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
তাদেরকে বাধা দেয়ার চেষ্টা করে পুলিশ। একসময় দ্রুত গতিতে বিক্ষোভকারীরা সচিবালয়ের দিকে এগিয়ে যায়।
তাদের এই কর্মসূচীর নাম ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচী’।বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী একজন লেখকের মৃত্যুর পর এই আইনের বিরুদ্ধে নতুন করে আন্দোলন শুরু হয়েছে।
। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সোমবার বলেছেন, পুলিশ যথেষ্টই ধৈর্যের পরীক্ষা দিয়েছে।
গত বৃহস্পতিবার রাতে কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর মারা যাওয়া ভিন্নমতাবলম্বী লেখক মুশতাক আহমেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ছিল।
অন্তত ছয়বার তার জামিন আবেদন নাকচ করা হয়েছিল।
এই মৃত্যুকে বিক্ষোভকারীরা হত্যাকাণ্ড বলে উল্লেখ করছেন।
বিক্ষোভকারীদের দাবি:
১. ডিজিটাল আইন বাতিল
২. লেখক মুশতাক আহমেদের মৃত্যুর তদন্ত ও বিচার
৩. বিক্ষোভের সময় যাদের উপর হামলা করা হয় সেই হামলার বিচার
৪. যাদের আটক করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি।
সরকারের পক্ষ থেকে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ছাত্রদল-পুলিশ সংঘর্ষ
বিরোধীদল বিএনপি’র ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল আজ একটা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে গেছে।
ছাত্রদলের একটি সমাবেশ পুলিশ রবিবার লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
সংগঠনটি বাংলাদেশের বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ডেকেছিল।
পুলিশের লাঠিপেঠার মুখে বিক্ষোভকারীরা এক পর্যায়ে প্রেসক্লাবের ভেতরে আশ্রয় নেন। অভিযোগ করা হয়েছে, পুলিশ পরে প্রেসক্লাবের ভেতরে ঢুকে লাঠিচার্জ অব্যাহত রাখে।
বিক্ষোভকারীরাও পুলিশের উপর হামলা চালায় বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
খুলনায় মানববন্ধন
খুলনায় আজ সোমবার সকাল ১১টার দিকে শ্রমিক কৃষক ছাত্র জনতা ঐক্য নামে একটা সংগঠনের ব্যানারে খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়।
মানববন্ধনকারীদের একজন জানাচ্ছেন এই সংগঠনের সমন্বয়কারী রুহুল আমিন শুক্রবার ফেসবুকে একটা পোষ্ট দেন লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে।
এরপর শনিবার তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে আটক করে রিমান্ডে নেয়া হয়েছে।
প্রতিবাদকারীরা বলছেন রুহুল আমিনের মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে তারা মানববন্ধন করেছে।