বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আবারও প্রকাশ্যে কিম জং আন- স্ত্রী রি সল-জু
আবারও প্রকাশ্যে কিম জং আন- স্ত্রী রি সল-জু
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম খবর দিয়েছে যে দেশটির নেতা কিম জং আন-এর স্ত্রী এক বছরেরও বেশি সময় পর প্রথম বারের মত আবার জনসমক্ষে এসেছেন। কিম জং আনের প্রয়াত পিতা ও দেশটির সাবেক নেতা কিম জং ইল-এর জন্মবার্ষিকী উপলক্ষে এক সঙ্গীতানুষ্ঠানে কিমের স্ত্রী রি সল-জু স্বামীর সাথে যোগ দেন। অতীতে মিজ রি বড় বড় অনুষ্ঠানগুলোতে প্রায়ই তার স্বামীর সাথে যোগ দিতেন, কিন্তু গত বছরের জানুয়ারি মাস থেকে তাকে আর বাইরে কোথাও দেখা যায়নি। তাকে বাইরে দেখা না যাওয়ার কারণে তার স্বাস্থ্য নিয়ে অথবা তিনি সন্তানসম্ভবা কি-না, তা নিয়ে নানাধরনের জল্পনা চলছিল। জানা যাচ্ছে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা দেশটির কংগ্রেসের সদস্যদের গতকাল খবর দিয়েছে যে, কোভিড-১৯ নিয়ে উদ্বেগের কারণে মিজ রি বাইরে বেরুনো বন্ধ করে দিয়েছিলেন এবং সম্ভবত তিনি ঘরে সন্তানদের সাথে সময় কাটাচ্ছিলেন।উত্তর কোরিয়া থেকে একজনেরও কোভিড-১৯ শনাক্ত হবার খবর এখনও পাওয়া যায়নি। দেশটি গত বছরের জানুয়ারি মাস থেকে সীমান্ত বন্ধ করে রেখেছে এবং জানিয়েছে যে সেখানে কারো ভাইরাস সংক্রমণ হয়নি। যদিও বিশেষজ্ঞরা মনে করেন এটা অসম্ভব। উ. কোরিয়ার সাবেক নেতার স্মরণে এক সঙ্গীতানুষ্ঠানে দেশটির নেতা কম জং আন ও তার স্ত্রী রি সল জু ছবির উৎস,REUTERS ছবির ক্যাপশান, এই কনসার্ট অনুষ্ঠানে উল্লেখযোগ্যভাবে কাউকেই মাস্ক পরতে বা সামাজিক দূরত্ব মেনে আসন নিতে দেখা যায়নি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মুখপাত্র হিসাবে পরিচিত সংবাদপত্র রডং সিনমান-এ বলা হয়েছে, মঙ্গলবার মানসুডাই আর্ট থিয়েটার প্রেক্ষাগৃহে উপস্থিত জনতার “কানফাটানো হর্ষধ্বনি”র মধ্যে দিয়ে স্ত্রীকে নিয়ে দেশটির নেতা কিম জং আন হলে ঢোকেন। ছবিতে দেখা যায় যে এই দম্পতি হাসিমুখে অনুষ্ঠান দেখছেন। আরও দেখা যায় কারোর মুখে মাস্ক নেই এবং কেউ সামাজিক দূরত্ব মেনে বসেননি।