সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইয়েমেনে দেড় কোটি মানুষ খাদ্য সংকটে : জাতিসংঘ
ইয়েমেনে দেড় কোটি মানুষ খাদ্য সংকটে : জাতিসংঘ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক বলেছেন,ইয়েমেনে ইতিমধ্যে ৫০ হাজার মানুষ খাবারের অভাবে মারা গেছে। এছাড়া আরও অন্তত ৫০ লাখ মানুষ মারাত্মক খাবার সংকটে রয়েছে।
তিনি আরও বলেন, চলতি বছর ইয়েমেনের এক কোটি ৬০ লাখের বেশি নাগরিক ক্ষুধায় ভুগবে। বিপর্যয়ের আগেই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের কয়েক বছরের টানা আগ্রাসনে দেশটির অবকাঠামো অনেকটাই ভেঙে পড়েছে। এছাড়া দেশটির বিরুদ্ধে নানা ধরণের নিষেধাজ্ঞা আরোপ করে রাখা হয়েছে।
ইয়েমেনের জনগণের ওপর পছন্দসই অনুগত শাসক চাপিয়ে দিতে সেদেশে মিত্র শেগুলোকে নিয়ে আগ্রাসন চালিয়ে যাচ্ছে সৌদি আরব। প্রায় প্রতিদিনই হামলা চলছে।
তবে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে হুথি আনসারুল্লাহর নেতৃত্বাধীন সামরিক বাহিনী। সৌদি আরবের অভ্যন্তরেও হামলা চালানোর মতো সামর্থ্য অর্জন করেছে দেশটির গণবাহিনী।