
শনিবার, ৯ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আমেরিকার ওয়াশিংটন ডিসির হামলার ঘটনায় বিশ্ব নেতাদের দুঃখ ও হতাশা প্রকাশ
আমেরিকার ওয়াশিংটন ডিসির হামলার ঘটনায় বিশ্ব নেতাদের দুঃখ ও হতাশা প্রকাশ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের নেতারা যুক্তরাষ্ট্রের রাজধানীতে ক্যাপিটল ভবনের হামলায় দুঃখ ও হতাশা ব্যক্ত করেছেন,যে হামলায় অন্ততঃ ৪ জনের মৃত্যু হয়েছে I যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালত, প্রেসিডেন্ট ট্রাম্পের ভোট জালিয়াতির মিথ্যা দাবি প্রত্যাখ্যান করলেও, তিনি তাঁর সমর্থকদের এই হামলা ও সহিংসতায় উস্কানি যোগান I
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন, ডিসিতে যা ঘটেছে, নিঃসন্দেহে আমেরিকা তেমন নয় I জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল বলেছেন, সেখানকার গণতন্ত্র, হামলাকারী ও দুর্বৃত্তদের চাইতে বেশি শক্তিশালী I বৃটেনের প্রধানমন্ত্রী, বরিস জনসন এই সহিংসতাকে লজ্জাজনক বলে উল্লেখ করেন I
ন্যাটোর মহাসচিব, জেন্স স্টল টেনবার্গ বলেন, আমেরিকার গণতান্ত্রিক নির্বাচনের ফলাফলকে অবশ্যই শ্রদ্ধা জানাতে হবে I ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, আমেরিকার গণতন্ত্র আমাকে সবসময়েই অনুপ্রাণিত করেছে I ইসরাইলি ও আমেরিকান জনগণ সহিংসতা ও অনাচারকে সমর্থন করেন না I ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বেআইনি বিক্ষোভ ও সহিংসতা দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিকে ধ্বংস করতে দেয়া যায় না I
অন্যদিকে, রাশিয়া অন্য এক অনুভূতি প্রকাশ করে I অনেকটা তাচ্ছিল্য কোরে রুশ ফেডারেশন কাউন্সিলের বিদেশী বিভাগীয় প্রধান, কনস্টান্টিন কোসচেভ ফেসবুক পেইজে বলেন, গণতন্ত্রের বিজয় এখানেই শেষ হোল I তিনি আমেরিকাকে বিশ্ব গণতন্ত্রের মডেল হিসাবে আর ভাবতে চান না I তিনি বলেন, আমেরিকান সমাজে বিভক্তি এতটাই বেশি যে, রিপাবলিকান বা ডেমোক্র্যাটস, উভয় দলই ভবিষ্যতের নির্বাচনে ফলাফল নিয়ে প্রশ্ন তুলবেন ও প্রত্যাখ্যান করবেন I