সোমবার, ৪ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » অক্সফোর্ডের টিকার অনুমোদন দিল বাংলাদেশ
অক্সফোর্ডের টিকার অনুমোদন দিল বাংলাদেশ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ করোনাভাইরাসের প্রতিষেধক অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। দেশীয় প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার জরুরি ব্যবহারের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তর এই অনুমোদন দেয়।
এর আগে টিকা অনুমোদনের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করে বেক্সিমকো। এই অনুমোদনের ফলে ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা দেশে আনতে কোনো বাধা থাকছে না।
ভারতীয় ফার্মাসিস্ট প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট থেকে টিকা আমদানি করতে ইতিমধ্যে চুক্তি করেছে বেক্সিমকো। ত্রিপক্ষীয় এই চুক্তিতে প্রতি মাসে ৫০ হাজার পিস করে ছয় মাসে মোট তিন লাখ টিকা আসবে।
বেক্সিমকো থেকে বলা হয়েছে, বাংলাদেশ সরকার টিকার অনুষ্ঠানিক অনুমোদন দেয়ার এক মাসের মধ্যেই টিকা সরবরাহ করবে ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে ভারতে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ায় (এসআইআই) প্রস্তুত হচ্ছে করোনার টিকা ‘কোভিশিল্ড’। ইতিমধ্যে যুক্তরাজ্য ও ভারত এই টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। যুক্তরাজ্যে টিকা প্রয়োগও শুরু হয়েছে।