রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগ বাড়াচ্ছে সরকার : শেখ হাসিনা
বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগ বাড়াচ্ছে সরকার : শেখ হাসিনা
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সরকার বিমানের সক্ষমতা বাড়িয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগ বাড়াচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশ বিমানের বহরে নতুন উড়োজাহাজ ধ্রুবতারা উদ্বোধন করে এ কথা বলেন তিনি। নতুন ড্যাশ ৮-কিউ ৪০০ মডেলের বিমানটি যুক্ত হওয়ায় বাংলাদেশ বিমানের সক্ষমতা আরও বাড়লো। একই অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানে নির্মিত ২০টি ফায়ার সার্ভিস স্টেশন, কেরাণীগঞ্জে কেন্দ্রীয় মহিলা কারাগা, জেলা পাসপোর্ট অফিসসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।