শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

BBC24 News
মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ফাইজারের টিকা নেওয়ার পর যুক্তরাষ্ট্রের এক নার্স কোভিডের উপসর্গ?
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ফাইজারের টিকা নেওয়ার পর যুক্তরাষ্ট্রের এক নার্স কোভিডের উপসর্গ?
১৩২২ বার পঠিত
মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফাইজারের টিকা নেওয়ার পর যুক্তরাষ্ট্রের এক নার্স কোভিডের উপসর্গ?

---বিবিসি২৪নিউজ,খান শওকত, যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক নার্স  ফাইজারের টিকার পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছিল তাঁর শরীরে। এখন তিনি বলছেন, কোভিড-১৯ এর লক্ষণ দেখা যাচ্ছে তাঁর মধ্যে। ক্রিস্টেন চোই নামের গতকাল সোমবার এ কথা জানিয়েছেন। করোনার টিকা গ্রহণের পর শরীরে কোভিড লক্ষণ দেখা দিয়েছিল জানিয়ে আলোচনায় এসেছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের তথ্যমতে, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব নার্সিংয়ের সহকারী অধ্যাপক ক্রিস্টেন চোই ফাইজারের টিকার পরীক্ষামূলক প্রয়োগে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেন। গত আগস্টে তিনি এ পরীক্ষায় অংশ নেন।

জামা ইন্টারনাল মেডিসিন জার্নালে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে চোই লেখেন, কোভিড ভ্যাকসিন তৈরির একটি ধাপে অংশ নিতে পেরে তিনি গর্বিত। এতে স্বেচ্ছাসেবী হতে পারাটাকে তিনি ভীষণ সম্মানের বলে মনে করেন। স্বাস্থ্য খাতে নিজের অভিজ্ঞতার কারণেই তিনি এই পরীক্ষা সম্পর্কে ভালোভাবে জানতেন। এ নিয়ে তিনি পড়াশোনাও করেছেন। তিনি লেখেন, ‘কিন্তু গবেষণা ও ভ্যাকসিনটি সম্পর্কে প্রচুর তথ্য জানা সত্ত্বেও আমার পক্ষে এর সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আগে থেকে অনুমান করা সম্ভব হয়নি।’

ক্রিস্টিন চোইকে দুবার ভ্যাকসিনটি দেওয়া হয়েছিল। তবে তাঁকে ভ্যাকসিন না প্লাসেবো দেওয়া হয়েছিল, তা তিনি জানেন না। চোই দাবি করেন, তাঁর বিশ্বাস তাঁকে ভ্যাকসিনই দেওয়া হয়েছিল। নিজের শরীরে হওয়া প্রতিক্রিয়া থেকেই তাঁর মধ্যে এ বিশ্বাসের জন্ম হয়েছে। দুবার স্বেচ্ছাসেবী হিসেবে পরীক্ষায় অংশ নেওয়ার পর তাঁর শরীর ব্যথা, জ্বর ও ঠান্ডা লাগে। বিশেষত দ্বিতীয় ডোজটি গ্রহণের পরই এমনটা হয়েছে।

আমাকে প্লাসেবো, নাকি ভ্যাকসিন দেওয়া হয়েছিল, তা আমি জানি না। তবে দ্বিতীয় ডোজটি নেওয়ার পর শরীরের প্রতিক্রিয়া অনেক জোরালো ছিল
ক্রিস্টেন চোই, ফাইজারের পরীক্ষামূলক টিকার প্রয়োগে স্বেচ্ছাসেবী
প্রথম ডোজ গ্রহণের পর গলা খুসখুস করা ছাড়া আর কোনো প্রতিক্রিয়া হয়নি বলে জানিয়েছেন চোই। তিনি লিখেছেন, ‘আমাকে প্লাসেবো, নাকি ভ্যাকসিন দেওয়া হয়েছিল, তা আমি জানি না। তবে দ্বিতীয় ডোজটি নেওয়ার পর শরীরের প্রতিক্রিয়া অনেক জোরালো ছিল। যেখানে টিকাটি ইনজেক্ট করা হয়েছিল, সেখানে ভীষণ ব্যথা হয়। প্রথমবারের চেয়ে অনেক বেশি। পরে মাথা হালকা লাগতে থাকে। পরে সর্দিসহ মাথাব্যথা হয়। ওই দিন রাতে জ্বর আসে। শরীরের তাপমাত্রা ৯৯ দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ওঠে। পেশিতে ভীষণ ব্যথা হচ্ছিল। পরদিন সকালে জ্বর বেড়ে ১০৪ দশমিক ৯ ডিগ্রি ফারেনহাইট দাঁড়ায়। আমি ভয় পেয়েছিলাম। কোভিড-১৯ নিয়ে এত দিনের অভিজ্ঞতা থেকে আমার মনে একটি প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছিল—আমি কি কোভিড আক্রান্ত হলাম।’

পরে গবেষণা দপ্তরে কাজ করা এক নার্স ক্রিস্টিন চোইকে জানিয়েছিলেন, এ ঘটনা শুধু তাঁর ক্ষেত্রেই ঘটেনি। আরও অনেকের ক্ষেত্রেই দ্বিতীয় ডোজ গ্রহণের পর এমন প্রতিক্রিয়া দেখা গেছে।

অবশ্য একদিন পরই ইনজেকশনের স্থানটিতে ফোলা ছাড়া আর কোনো লক্ষণ ক্রিস্টিন চোইয়ের শরীরে ছিল না। এ বিষয়ে সে সময়ই কিছু বন্ধুকে তিনি জানিয়েছিলেন। তিনি এখন চান, ফাইজারের এই টিকা দেওয়ার আগে প্রতিটি ব্যক্তির সঙ্গে যেন এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আলাপ করা হয়। টিকা গ্রহণকারী সবাই যেন এ বিষয়ে আগে থেকে অবহিত থাকেন।



আর্কাইভ

বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার
ঢাবিতে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ
গণহত্যায় শহিদ পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ টাকা
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের তথ্য দেওয়ার আহ্বান জাতিসংঘের
ত্রাণ তহবিলে টাকা ব্যাংকে কেন?
সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম গ্রেপ্তার
ঢাকায় আসছে জাতিসংঘের তদন্তদল
ময়মনসিংহের সীমান্ত থেকে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত আটক