শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুর
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুর
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্যের কিছু অংশ ভেঙ্গে ফেলেছে কে বা কারা।
শনিবার সকালে ভাস্কর্যটির হাত ও মুখের কিছু অংশ ভাঙ্গা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানান।
কুষ্টিয়ার পুলিশ সুপার তানভির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।সম্ভবত রাতে কোন এক সময় এ ঘটনা ঘটায় দুষ্কৃতিকারীরা।
শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভাঙ্গার খবর ছড়িয়ে পড়লে কুষ্টিয়ায় আওয়ামী লীগের কয়েকটি অঙ্গ সংগঠন শহরে বিক্ষোভ প্রদর্শন করে।
তানভির আরাফাত বলেন, “অপরাধীদের সিসিটিভি ফুটেজে দেখা গেছে। তাদের শনাক্ত করার পর দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশা করছি।”
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ভাস্কর্যটির অনেকাংশ নির্মাণ সম্পন্নও হয়েছিল।
ওদিকে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভাঙ্গার খবর ছড়িয়ে পড়লে কুষ্টিয়ায় আওয়ামী লীগের কয়েকটি অঙ্গ সংগঠন শহরে বিক্ষোভ প্রদর্শন করে।এমন সময় এ ঘটনায় ঘটলো যখন ঢাকায় শেখ মুজিবের একটি নির্মানাধীন ভাস্কর্য টেনে-হিঁচড়ে নামিয়ে ফেলার হুমকি দিয়েছে ইসলামপন্থীরা। ইসলামপন্থীরা টানা ভাস্কর্যবিরোধী বিক্ষোভ দেখাচ্ছে যাতে কখনো কখনো সহিংসতাও হচ্ছে।