সোমবার, ২৩ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ডিসেম্বর পর্যন্ত জার্মানিতে লকডাউন ?
ডিসেম্বর পর্যন্ত জার্মানিতে লকডাউন ?
বিবিসি২৪নিউজ,আহমেদ মুকুল, জার্মান থেকেঃ জার্মানির অর্থমন্ত্রীর মত, জার্মানিতে করোনা নিয়ন্ত্রণ করতে বর্তমান ‘লকডাউন লাইট’কে ডিসেম্বর পর্যন্ত দীর্ঘায়িত করা হোক৷ বুধবারে আলোচনায় বসবেন ম্যার্কেলসহ জার্মান নেতৃত্ব৷
জার্মানির ভাইস চ্যান্সেলর ওলাফ শোলৎজ ও বাভারিয়ার প্রধান মার্কুস জ্যোডার বিল্ড আম জনটাগ পত্রিকাকে জানান যে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে যে ‘লকডাউন লাইট’ এখন চলছে, তা ক্রিসমাসের আগ পর্যন্ত ডিসেম্বর মাসেও জারি থাকতে পারে৷বুধবারে ম্যার্কেলের সাথে নতুন করে করোনাবিধি বিষয়ে আলোচনায় বসবেন এই দুই রাজনীতিকসহ জার্মানির ১৬টি রাজ্যের নেতৃত্ব৷
ক্রিসমাসে যা হবে
শোলৎজ, যিনি একাধারে জার্মানির অর্থমন্ত্রীও, বলেন, ‘‘এখনকার পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে বর্তমান কড়াকড়ি অবশ্যই ৩০ নভেম্বরের পরেও চালু রাখতে হবে৷’’ জ্যোডারের মতে এই কড়াকড়ি ৩০ নভেম্বরের পরে আরো দুই বা তিন সপ্তাহ বাড়াতে হবে৷ তিনি বলেন,‘‘আনন্দের সাথে ক্রিসমাস উপভোগ করতে আমাদের অবশ্যই লকডাউনের সময়সীমা ও কড়াকড়ি বাড়াতে হবে৷’’
লকডাউন দীর্ঘায়িত হলেও ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক অঙ্গনের সাথে যুক্ত শিল্পীদের হাত ছাড়বে না কর্তৃপক্ষ, জানান অর্থমন্ত্রী শোলৎজ৷ তাঁর আশ্বাস, ‘‘এটা জীবিকা সুরক্ষিত রাখার প্রশ্ন৷ এবিষয়ে আমরা বাস্তবকে মাথায় রেখে, বুদ্ধি করে আমলাতন্ত্রের মারপ্যাঁচকে সামলে চলব৷’’