বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির দায়ে ৭ বছরের জেল
বাংলাদেশে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির দায়ে ৭ বছরের জেল
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,বাংলাদেশে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে এক দর্জির সাত বছরের কারাদণ্ড দিয়েছে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল৷ ২০১৭ সালের ২০মে সুজন দে নামের এক দর্জির বিরুদ্ধে ফেইসবুকে হজরত মুহম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিপূর্ণ স্ট্যাটাস দেয়ার অভিযোগ ওঠে৷ রাঙামাটির লংগদু থানার এসআই সালাউদ্দিন সেলিম তার বিরুদ্ধে মামলা করেন৷
বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশ-শামস জগলুল হোসেন সুজন দে-কে সাত বছরের কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড ঘোষণা করেছেন৷ রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে সুজনকে কারাগারে পাঠানো হয়৷