বুধবার, ১৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সিলেটের আলোচিত এসআই আকবরের বিচার দাবিতে সরগরম ব্রাহ্মণবাড়িয়া,নিজ বাড়িতে গড়ে তুলেছে বিশাল অট্টালিকা!
সিলেটের আলোচিত এসআই আকবরের বিচার দাবিতে সরগরম ব্রাহ্মণবাড়িয়া,নিজ বাড়িতে গড়ে তুলেছে বিশাল অট্টালিকা!
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ দেশজুড়ে আলোচিত সিলেটের পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যুর ঘটনার পর সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার ফাঁড়ি ইনচার্জ এসআই আকবর হোসেন ভূইঁয়ার নিজের জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জেে বিচার দাবিতে সরগরম হয়ে উঠছে। স্থানীয়রা জানায়, আকবর হোসেন ভূইঁয়া প্রথমে কনস্টেবল পুলিশের পদে চাকুরীতে যোগদান করলেও পরবর্তীতে ধাপে ধাপে উপ-পরিদর্শক (এসআই) পদে অধিষ্ঠিত হয়েছে। পুলিশে চাকুরীতে যোগদান করে বদলে গেছে আকবর হোসেন ভূইঁয়ার পরিবার। চাকুরী হওয়ার পর যেন আলাদিনের চেরাগ পেয়ে যান আকবর। পেয়েছেন সোনার হরিণ, বনে গেছেন বিপুল অর্থ-বিত্তের মালিক। স্বরজমিনে তার গ্রামের বাড়িতে গিয়ে জানাযায়, নিজবাড়িতে আকবর নির্মাণ করেছেন বিলাস বহুল বাড়ি। প্রথম তলার কাজ ইতিমধ্যে শেষ করেছেন। পাশপাশি বাড়ি সামনে নির্মাণ করছেন আধুনিক গেইট। যার নির্মাণ কাজ চলছে। পাশাপাশি বাড়ি আশে পাশে রয়েছে তাদের অটেল সম্পত্তি। ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা বগইর গ্রামে জাফর আলী ভূইয়া বড় ছেলে (এস.আই) আকবর হোসেন ভূইঁয়া তিন ভাই ও দুই বোনের মধ্যে নিজের অবস্থান দ্বিতীয়। সিলেটে পুলিশ হেফাজতে রায়হান নামে যুবকের মৃত্যুর ঘটনায় নির্যাতনের সাথে পুলিশ কর্মকর্তা আকবর হোসেন ভূইঁয়া জড়িত থাকায় হতবাক তার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা মানুষ। তারা এই ঘটনায় মর্মাহত, এলাকাবাসী জানান, পুলিশ কর্মকর্তা আকবর হোসেন ভূইঁয়া তার পুরো পরিবার বির্তকিত। তার পিতা ধর্ষণ মামলার আসামিও ছিলেন। স্থানীয় বিএনপি রাজনীতি তাদের ছিল আধিপত্য। সময়ের সাথে তারা এখন আ.লীগ রাজনীতিতে জড়িত। টাকার বিনিময়ে চাকুরী নিয়েছেন আকবর । পুলিশের চাকুরীতে যোগদান করে হয়েছে অসংখ্য সহায় সম্পত্তি মালিক। পাশপাশি তার সম্পত্তি হিসাব তদন্ত ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। উপজেলা আ.লীগে যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান মো. হানিফ মুন্সি জানান, বিষয়টি আশুগঞ্জের জন্য লজ্জাজনক ও নিন্দনীয় কাজ। পুলিশ কর্মকর্তা আকবর হোসেন ভূইঁয়া ও তার পরিবার আ.লীগের রাজনীতি সাথে কখনো জড়িত ছিল না। আমরা তার বিচার দাবি করছি। তবে অভিযুক্ত আকবরের ছোট ভাই আরিফ ভূইয়ার দাবি তার ভাই এই ঘটনার সাথে জড়িত থাকতে নাও পারে ।