সোমবার, ১২ অক্টোবর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মেয়র আতিক ও তার স্ত্রী করোনায় আক্রান্ত
মেয়র আতিক ও তার স্ত্রী করোনায় আক্রান্ত
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও তার স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন।
একই সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন মেয়রের সহকারী ব্যক্তিগত সচিব রিশাদ মোরশেদ।
সোমবার (১২ অক্টোবর) সিটি করপোরেশনের জনসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা যায়, রোববার আতিকের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে দ্রুত তার ও তার স্ত্রীর করোনা পরীক্ষা করানো হয়। একই সঙ্গে ডিএনসিসির আরও বেশ কয়েকজন কর্মকর্তারও করোনা পরীক্ষা করানো হয়।
এতে রোববার রাতেই ফলাফলে আতিক ও তার স্ত্রীর করোনা পজেটিভ আসে।তবে তাদের মেয়ে বুশরা আফরিন সুস্থ আছেন বলে জানা গেছে।
এদিকে করোনার উপসর্গ দেখা দেওয়ার সময় থেকে নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে আছে আতিক পরিবার।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দাসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আতিকুল ইসলাম।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর মিরপুরে একটি খাল এবং খাল থেকে পাওয়া বিভিন্ন মালপত্র প্রদর্শনী কার্যক্রম পরিদর্শনে যান আতিক। ধারণা করা হচ্ছে, ব্যাপক জনসমাগম হওয়ায় এ অনুষ্ঠানেই করোনায় আক্রান্ত হতে পারেন তিনি।