সোমবার, ১২ অক্টোবর ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ডের আইন মন্ত্রিসভায় অনুমোদন
বাংলাদেশে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ডের আইন মন্ত্রিসভায় অনুমোদন
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার মন্ত্রিসভায় এটি অনুমোদন দেয়া হয়। শিগগিরই এ ব্যাপারে অধ্যাদেশ জারি হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
দেশে হঠাৎ করে ধর্ষণের পরিমাণ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় নানা মহলের দাবির পরিপ্রেক্ষিতে এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করার প্রস্তাবটি মন্ত্রিসভায় ওঠানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার উদ্যোগ নেয়া হয়েছে বলে এর আগে জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ মন্ত্রিসভার বৈঠকে এই খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
জানা যায়, সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ এর সংশোধিত খসড়া প্রস্তাব উত্থাপন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি আইনমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার উদ্যোগ নেয়া হয়। এছাড়া সংশ্লিষ্ট আরও কিছু পরিবর্তনের প্রস্তাব রয়েছে সংশোধিত খসড়ায়।
প্রসঙ্গত, সম্প্রতি নোয়াখালীতে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন, সিলেটের এমসি কলেজে দলবেঁধে তরুণীকে ধর্ষণসহ বেশ কয়েকটি ঘটনা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার জোর দাবি উঠে বিভিন্ন মহল থেকে। সেই দাবির পরিপ্রেক্ষিতেই সরকার শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করার উদ্যোগ নেয়।