শনিবার, ১০ অক্টোবর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশে গ্যাস পাইপ লাইনে বছরে হাজার দুর্ঘটনা ঘটে
বাংলাদেশে গ্যাস পাইপ লাইনে বছরে হাজার দুর্ঘটনা ঘটে
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ বাংলাদেশ ফায়ার সার্ভিসের তথ্যমতে গ্যাস পাইপ লাইনের লিকেজের কারনে ২০১৯ সালে রাজধানী ঢাকায় প্রায় ১ হাজারটি ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে।
ঢাকায় পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাসের মতে নগরীর বিভিন্ন উন্নয়ন ও সেবা সংস্থার কার্যক্রমের সমন্বয়হীনতার কারনে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্যাস পাইপলাইন। তবে ভোক্তা সাধারণের সংগঠন কনজিউমারস এসোসিয়েশান অফ বাংলাদেশ বা ক্যাব এর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শামসুল আলাম জানান গ্যাস পাইপ লাইনের লিকেজের কারনে দুর্ঘটনার পেছনে তিতাস গ্যাসের দেয়া সমন্বয়হীনতার এই কৈফিয়তকে একমাত্র কারন হিসেবে মানতে রাজি নন। লিকেজ জনিত দুর্ঘটনা ঠেকাতে তিতাসের গ্যাস পাইপ লাইনের যেহেতু কোন ডিজিটাল ম্যাপিং নেই তাই বিকল্প ব্যবস্থা হিসেবে ৩০-৪০ বছরের পুরনো লাইন বদলে ফেলার পরামর্শ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা।