বুধবার, ৭ অক্টোবর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | নির্বাচন | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ট্রাম্পের সঙ্গে যোগ দিতে অনীহা প্রকাশ করলেন-বাইডেন
ট্রাম্পের সঙ্গে যোগ দিতে অনীহা প্রকাশ করলেন-বাইডেন
বিবিসি২৪নিউজ,খান শওকত, যুক্তরাষ্ট্র থেকেঃ আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেহে যদি এখনো করোনাভাইরাস থাকে তাহলে তার দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠান করা ঠিক হবে না। এই কথার মধ্যদিয়ে জো বাইডেন মূলত করোনা আক্রান্ত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে যোগ দেয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করলেন।
আগামী ১৫ অক্টোবর মিয়ামিতে দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠানের কথা রয়েছে। এ সম্পর্কে বাইডেন বলেছেন, চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শের উপর ভিত্তি করে তিনি ওই বিতর্ক অনুষ্ঠানে যোগ দেয়ার বিষয়টি ঠিক করবেন। গতকাল মঙ্গলবার মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় বাইডেন এসব কথা বলেন।
তিনি বলেন, “আমাদের অবশ্য খুব শক্তভাবে চিকিৎসা বিষয়ক দিক নির্দেশনা অনুসরণ করতে হবে। দেশে অনেক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এটি একটি মারাত্মক সমস্যা। ফলে আমি ক্লিভল্যান্ড ক্লিনিকের গাইডলাইনসের এরপরই নির্ভর করব; ডাক্তারেরা যে পরামর্শ দেবেন সে অনুযায়ী কাজ করব।”
হোয়াইট হাউসের ব্যালকনিতে দাঁড়িয়ে মেরিন ওয়ান হেলিকপ্টারকে স্যালুট দিচ্ছেন ট্রাম্প
গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন- তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এর পরদিন তাকে রাজধানী ওয়াশিংটনের কাছে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন থাকার পর তিনি সেখান থেকে হোয়াইট হাউসে ফিরে যান এবং তিনি কোন রকমের মাস্ক ব্যবহার করছেন না।
এরইমধ্যে হোয়াইট হাউসে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে এবং এ ভাইরাসের বিপদ উপেক্ষা করার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের মনোভাবের জন্য তিনি বিভিন্ন মহল থেকে মারাত্মক সমালোচনার মুখে পড়েছেন।