বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন-ইয়োশিহিদে সুগা
জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন-ইয়োশিহিদে সুগা
বিবিসি২৪নিউজ, কামরুলহাসান, জাপান থেকেঃ জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন ইয়োশিহিদে সুগা। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি সংসদ অধিবেশন চলাকালীন সুগাকে নেতা হিসাবে মনোনীত করতে ভোট দিলো। সুগাকে নিরঙ্কুশভাবে দলের সভাপতি নির্বাচিত করার একদিন পরে আজ এই ভোট অনুষ্ঠিত হলো। জাপানের সংসদীয় ব্যবস্থার অধীনে, ক্ষমতাসীন দল সেই ব্যক্তিকে বাছাই করে যিনি প্রধানমন্ত্রী হন এবং তিনিই সাধারণত হন দলের নেতা। ৭১ বছর বয়সী সুগা জাপানের দীর্ঘকালের প্রধানমন্ত্রী শিনজো আবের স্থলাভিষিক্ত হলেন। আবে আট বছর ধরে ক্ষমতায় থাকার পর হঠাৎ তাঁর অ্যালসারেটিভ কোলাইটিসের রোগ আবার দেখা দেওয়ায় তিনি পদত্যাগ করলেন। আবের সরকারে সুগা মন্ত্রী পরিষদের মূখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং আবের প্রধানমন্ত্রী হওয়ার প্রথম কার্যকালের সময় থেকে তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। দীর্ঘদিনের চলমান অসুস্থতার কারণে মাত্র এক বছর পর ২০০৭ সালে তখন আবেকে তাঁর মেয়াদ সংক্ষিপ্ত করতে হয়। তাঁর সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিও বার্তায় আবে জাপানের জনগণকে ধন্যবাদ জানিয়ে সুগাকে সমর্থন করার অঙ্গীকার করেছেন। সুগা বলেছেন যে তিনি তার পূর্বসুরির প্রখ্যাত “অ্যাবোনমিক্স” অর্থনৈতিক কর্মসূচী এবং যুক্তরাষ্ট্রের সাথে দৃঢ় সম্পর্ক বজায় রাখাসহ তার পূর্বসুরির সব নীতিমালা বজায় রাখবেন।