সোমবার, ১৭ আগস্ট ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নিউ জিল্যান্ডে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায়, জাতীয় নির্বাচন বিলম্বিত
নিউ জিল্যান্ডে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায়, জাতীয় নির্বাচন বিলম্বিত
বিবিসি২নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: নিউ জিল্যান্ডে জাতীয় নির্বাচন, দেশের সবচাইতে বড় শহর, অকল্যান্ডে নুতন করে সংক্রমণ ছড়িয়ে পড়ায় ৪ সপ্তাহ বিলম্ব করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। জেসিন্দা অর্ডার্ণI এই নির্বাচনের দিন ধার্য ছিল সেপ্টেম্বরের ১৯ তারিখে, যা এখন অনুষ্ঠিত হবে ১৯ই অক্টোবরI ওই দেশের আইন মোতাবেক প্রধানমন্ত্রী অর্ডার্ণ, দুই মাস পর্যন্ত নির্বাচন বিলম্বিত করতে পারেনI
বিরোধী রাজনৈতিক দলগুলি নুতন সংক্রমণের প্রেক্ষিতে তাঁকে অনুরোধ জানালে, প্রধানমন্ত্রী নির্বাচন বিলম্বিত করা সিদ্ধান্ত নেনI নুতন সংক্রমণের কারণে অকল্যান্ডে দু’ সপ্তাহের লক ডাউন জারি করা হয়েছে এবং সব ধরণের নির্বাচনী প্রচার অভিযান বন্ধ রাখা হচ্ছেI