রবিবার, ১৬ আগস্ট ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিশ্বের করোনা কম নমুনা পরিক্ষা করা হয়েছে বাংলাদেশে
বিশ্বের করোনা কম নমুনা পরিক্ষা করা হয়েছে বাংলাদেশে
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: বিশ্বের করোনা বাংলাদেশ এখন ১৬ তম স্থানে অবস্থান করছে। ভাইরাসে আক্রান্তের সংখ্যা বিবেচনায় বিশ্বের দুই শতাধিক দেশের মধ্যে ২৭৬,৫৪৯ জন রোগী নিয়ে তবে বেশি বেশি নমুনা পরীক্ষার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন থাকলেও সবচেয়ে বেশি আক্রান্ত ১৬টি দেশের মধ্যে প্রতি দশ লক্ষ জনসংখ্যার বিপরীতে সবচেয়ে কম নমুনা পরিক্ষা করা হয়েছে বাংলাদেশে।
পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এর দেয়া সর্বশেষ তথ্যে এমন চিত্রই উঠে আসার কথা রোববার জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। এতে বলা হয়েছে প্রতি দশ লক্ষ জনসংখ্যার বিপরীতে বাংলাদেশে নমুনা পরীক্ষা করা হয়েছে মাত্র ৮,১৩৭টি যেখানে রাশিয়াতে করা হয়েছে ২২০,৬৩৫টি, যুক্তরাজ্যে ২১০,৮১৫টি এবং সবচেয়ে বেশি আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্রে ২০৯,৫০৪টি। প্রতিবেশী দেশ ভারতে নমুনা পরীক্ষা করা হয়েছে ২০,৬৭৩টি যা বাংলাদেশের চেয়ে আড়াই গুণেরও বেশি।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নমুনা পরীক্ষার নিম্ন হারের কারনে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশে করোনা সংক্রমণের সঠিক চিত্র পাওয়া যাচ্ছেনা। বাংলাদেশ ভিত্তিক স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি এবং স্বাস্থ্য সংক্রান্ত সরকারি গবেষণা সংস্থা আইইডিসিআর এর করা সাম্প্রতিক এক যৌথ জরিপে বলা হয়েছে শুধু বাংলাদেশের রাজধানী ঢাকার জনসংখ্যার ৯ শতাংশ বা ১৬ থকে ১৮ লাখ মানুষ করোনায় সংক্রমিত। এমনই এক প্রেক্ষাপটে বাংলাদেশে করোনায় সংক্রমণ ও মৃত্যু হার কমেছে এবং ভ্যাকসিন আসুক বা না আসুক করোনা ভাইরাস দেশ থেকে এমনিতেই চলে যা।