বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » স্পেনে এয়ারবাস কোম্পানির চাকরিচ্যুত হাজারো কর্মীর বিক্ষোভ
স্পেনে এয়ারবাস কোম্পানির চাকরিচ্যুত হাজারো কর্মীর বিক্ষোভ
বিবিসি২৪নিউজ,জাহাঙ্গীর আলম,স্পেন থেকে : স্পেনের রাজধানী মাদ্রিদে চাকরিচ্যুতির প্রতিবাদ জানাতে বিমান কোম্পানি এয়ারবাসের হাজার হাজার কর্মী বিক্ষোভ করেছেন। এয়ারবাস কর্তৃপক্ষ যখন কয়েকশো কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে তখন রাজধানী মাদ্রিদের এয়ারবাস ফ্যাক্টরির সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হলো।
মুখে মাস্ক পরে এবং বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে বিক্ষোভে যোগ দেন এয়ারবাসের কর্মীরা। এয়ারবাস কোম্পানিতে গত ৪১ বছর ধরে কাজ করা হোসে লুইস কোলাদো বলেন, “করোনা মহামারীর সুযোগ নিয়ে এয়ারবাস কম্পানি ৯০০ কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।”
হোসে লুইস বলেন, “করোনাভাইরাসের এই মহামারী ক্ষণস্থায়ী সমস্যা। আমরা বুঝতে পারছি না কোম্পানি কেন স্পেন থেকে শত শত কর্মীকে ছাঁটাই করবে।”
মাদ্রিদের এয়ারবাস কোম্পানির ফ্যাক্টরি থেকে বিক্ষোভকারীরা দুই কিলোমিটার মার্চ করে গীতাফেস টাউন হলে গিয়ে সমবেত হন। সেখানে মাদ্রিদের মেয়র এসব কর্মীর সমর্থনে বক্তব্য দেন।