সোমবার, ২০ জুলাই ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » দুই সিকদারের আবেদন নাকচ, ১০ হাজার পিপিই জরিমানা হাইকোর্টের
দুই সিকদারের আবেদন নাকচ, ১০ হাজার পিপিই জরিমানা হাইকোর্টের
বিবিসি২৪নিউজ,আদালত প্রতিবেদক,ঢাকা :”আসামিরা বিদেশে অবস্থান করে বিধিবহির্ভূতভাবে জামিন আবেদন করার কারণে সিকদার গ্রুপের মালিক দুই ভাইকে ১০ হাজার পিপিই জরিমানা করেছে হাইকোর্টের একটি ভার্চুয়াল বেঞ্চ।
সোমবার বিচারপতি মোঃ আশরাফুল কামালের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রন সিকদার ও দীপু সিকদারের জামিন আবেদন বাতিল করে এই আদেশ দেন।
আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ হাজার করে ১০ হাজার পিপিই দিতে হবে, না হলে আরেকটি মামলা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আইনগত সুযোগ না থাকার পরেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে রন ও দীপু সিকদারের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আদালতে জামিন শুনানিতে মি. হোসেন বলেন, ”আসামিরা বিদেশে অবস্থান করছেন। তারা সেখান থেকে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন। তবে তারা কোথায়, কীভাবে আত্মসমর্পণ করবেন, সে ব্যাপারে আপনারা শর্ত দিয়ে দিতে পারেন।”
তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ”করোনা পরিস্থিতির কারণে তখন ম্যাজিস্টেট কোর্টে আত্মসমর্পণের সুযোগ ছিল না। কিন্তু এখন তো তারা নিচের কোর্টে উপস্থিত হয়ে আগাম জামিন চাইতে পারেন।”
তিনি বলেন, ” আইনের চোখে সবাই সমান। ভার্চুয়াল আদালতে এখনো কেউ আগাম জামিন পাননি। এত এত আইনজীবী আগাম জামিনের জন্য চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু পাচ্ছেন না। কিন্তু একজন বিত্তশালী, ক্ষমতাশালী তিনি যদি এই আদালত থেকে আগাম জামিন পেয়ে যান, তাহলে সমাজে কী সিগন্যাল যাবে? অন্যদের কাছে কী বার্তা যাবে? ”
আইনজীবীরা বলছেন যে করোনাভাইরাস পরিস্থিতির কারণে বর্তমানে হাইকোর্টে আগাম জামিনের আবেদন দাখিল ও শুনানি বন্ধ রয়েছে। কারণ আগাম জামিন চাইতে গেলে সশরীরে আত্মসমর্পণ করে আবেদন করতে হয়।
তবে সম্প্রতি নিম্ন আদালতে আত্মসমপর্ণ করে আগাম জামিন চাওয়ার সুযোগ উন্মুক্ত করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
শুনানী শেষে আদালত বলেন, ”আইনজীবীদের উচিত, নীতি নৈতিকতার বিষয়েও গুরুত্ব দেয়া। আমরা কেন সেই ধরণের বিষয় আদালতে নিয়ে আসবো, যেটা জনমত, আইন ও নীতি নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে। এই ধরণের আগাম জামিন আবেদন করা যায় না।
“তারপরেও তারা আইনজীবীদের দিয়ে বিধিবহির্ভূত আবেদন করিয়েছেন। এ রকম একটি বেআইনি ও নৈতিকতাহীন মামলা গ্রহণ না করাই ছিল আইনজীবীদের দায়িত্ব।”
পরে আদালত এই আবেদন জরিমানাসহ নিষ্পত্তির আদেশ দেন।
আদালত আদেশে বলেন, ”আবেদনকারীরা বেআইনি আবেদন করা ও আবেদনের পক্ষে জোর করে আইনজীবীদের শুনানিতে হাজির করার জন্য তাদের (আবেদনকারীদের) ১০ হাজার পিপিই জরিমানা করা হলো। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আগামী দুই সপ্তাহের মধ্যে এগুলো দিতে হবে এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে তা জানাতে হবে। তারা পিপিই না দিলে আরেকটা মামলা হবে।”
পিপিই হলো পারসোনাল প্রটেকশন ইকুপমেন্ট বা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, যা মূলত চিকিতসকরা ব্যবহার করেন।
বেসরকারি এক্সিম ব্যাংকের দু’জন কর্মকর্তাতে নির্যাতন ও গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক রন হক শিকদার ও তার ভাই দীপু হক সিকদারের বিরুদ্ধে গত ১৯শে মে ঢাকার গুলশান থানায় একটি মামলা হয়।
এর কয়েকদিন পরে গুরুতর অসুস্থ হওয়ার কথা বলে চার্টার্ড ফ্লাইটে তারা থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক চলে যান। সেখান থেকেই তারা আগাম জামিনের আবেদন করেন বলে আদালতে পেশ করা নথিতে উল্লেখ করা হয়েছে।