শনিবার, ১৮ জুলাই ২০২০
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী আন্দোলনে নেতা লুইস মারা গেছেন
যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী আন্দোলনে নেতা লুইস মারা গেছেন
বিবিসি২৪নিউজ,খান শওকত,যুক্তরাষ্ট্র থেকে : যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বিধায়ক এবং আফ্রিকান আমেরিকানদের নাগরিক অধিকারের নেতা জন রবার্ট লুইস গতকাল শুক্রবার মারা গেছেন। ৮০ বছর বয়স্ক এই প্রবীণ কংগ্রেসম্যান অনেক দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। জন লুইস ১৯৫০ ও ৬০ এর দশকে আমেরিকার আধুনিক যুগের নাগরিক অধিকার আন্দোলনের নেতা হিসাবে খ্যাতি অর্জন করেন। ২৩ বছর বয়সে তিনি ড. মার্টিন লুথার কিং জুনিয়রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন। ২০১০ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডমে ভূষিত করেন।