শনিবার, ১১ জুলাই ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইতালির ল্যাম্পেদুসা দ্বীপ থেকে ৩৬২ বাংলাদেশি উদ্ধার
ইতালির ল্যাম্পেদুসা দ্বীপ থেকে ৩৬২ বাংলাদেশি উদ্ধার
বিবিসি২৪নিউজ,পায়েল আহমেদ, ইতালি থেকে: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছালেন ৩৬২ বাংলাদেশি। করোনা ভাইরাসের মধ্যেও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছেছেন ৩৬২ জন বাংলাদেশি। ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের কাছ থেকে তাদের উদ্ধার করা হয়।
শনিবার (১১ জুলাই) ইতালি প্রতিনিধি ও,সংবাদমাধ্যম দ্য লোকাল এ তথ্য জানায়। খবরে বলা হয়, গত দুই দিনে লিবিয়া ও তিউনিসিয়া উপকূল থেকে ৯টি নৌকায় করে ৫ শতাধিক লোক ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে পৌঁছেছেন। এর মধ্যে দুইটি নৌকা লিবিয়া থেকে গিয়েছে। এই দুইটি নৌকার একটিতে ৯৫ জন ও অপরটিতে ২৬৭ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রায়ই এশিয়া ও আফ্রিকার অভিবাসন প্রত্যাশীরা নৌকাযোগে ইতালি পৌঁছানোর চেষ্টা করেন। অনেক সময় নৌকাডুবির কারণে সাগরেই সলিল সমাধি হয় বহু অভিবাসন প্রত্যাশীর।