মঙ্গলবার, ৩০ জুন ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » লঞ্চডুবির ১২ ঘণ্টা পর জীবিত উদ্ধার ব্যক্তির নাম সুমন
লঞ্চডুবির ১২ ঘণ্টা পর জীবিত উদ্ধার ব্যক্তির নাম সুমন
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় ১২ ঘণ্টা পর জীবিত উদ্ধার ব্যক্তির নাম সুমন।সোমবার (২৯ জুন) রাত ১০টার দিকে তাকে উদ্ধার করা হয়। জানা গেছে তার নাম সুমন বেপারী। তিনি পেশায় ফল ব্যবসায়ী। রাজধানীর বাদামতলীতে ফল ব্যবসার সাথে তিনি জড়িত আছেন বলে তার পরিবার জানিয়েছে।
ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, লঞ্চ দুর্ঘটনার ১২ ঘণ্টা পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি নদীর তলদেশে লঞ্চের ভেতর কোনো এক রুমে আটকা ছিল, যেখানে তিনি অক্সিজেন পেয়েছেন।
উদ্ধার হওয়া ওই ব্যক্তিকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) রাতে এ বিষয়ে কথা হয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশীদ উন নবীর সঙ্গে।
তিনি বলেন, ওই রোগীকে জরুরি বিভাগে ভর্তির পরপরই চিকিৎসা শুরু করা হয়েছে। অক্সিজেন দেওয়া হয়েছে। মিটিমিটি করে তাকায় কোন কথা বললে মাথা নাড়াচ্ছে। এখন জরুরি বিভাগে তাকে রাখা হয়েছে। পরে স্টাবল হলে তাকে ওয়ার্ডে রেফার করা হবে।
এদিকে সুমন বেপারির ভাতিজা আরাফাত রায়হান সাকিব জানান, উদ্ধার সংবাদ টিভিতে দেখে আমার চাচাকে শনাক্ত করি। এখন আমরা পরিবারের কয়েকজন মিলে মিটফোর্ড হাসপাতালের দিকে রওনা দিয়েছি রাস্তায় আছি।
তিনি আরো জানান, মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা সুমন বেপারী। প্রতিদিনের মতো লঞ্চযোগে রাজধানীর বাদামতলী যাওয়ার পথে লঞ্চ দুর্ঘটনায় তিনি নিখোঁজ ছিলেন। তার সাথে মাসুদ নামে এক ব্যক্তি সাঁতরে উঠলেও তার চাচাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে মাসুদ তাদের খবর দেয় সুমন বেপারি লঞ্চ দুর্ঘটনায় ডুবে গেছে।