
সোমবার, ৮ জুন ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় আটক ৪
লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় আটক ৪
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকা: ডিএমপির উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় ৪ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।রোববার (৭ জুন) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ওই ৪ ব্যক্তিকে আটক করা হয়।
ডিএমপির উপ-কমিশনার আরো জানান, লিবিয়া ট্র্যাজেডিতে স্থানীয় দালাল, দেশীয় পাচারকারী ও লিবিয়া ক্যাম্পের মালিকসহ ৪ জনকে আটক করা হয়েছে। সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
এদিকে, রোববার লিবিয়া ট্রাজেডিতে তেজগাঁও থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার সুজন মিয়া নামে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।