
বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে প্রতিবাদ বিক্ষোভের মানুষই অসহিংস
যুক্তরাষ্ট্রে প্রতিবাদ বিক্ষোভের মানুষই অসহিংস
বিবিসি২৪নিউজ,খান শওকত,যুক্তরাষ্ট্র থেকে: জর্জ ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে চলমান প্রতিবাদ বিক্ষোভের বেশিরভাগ মানুষই অসহিংস। ভয়েস অব আমেরিকায় আমাদের সহকর্মী জেসাসমেন ওনি তার এক প্রতিবেদনে উল্লেখ করেন এতে অংশগ্রহণকারীরা বেশিরভা্গ ক্ষেত্রেই শান্তিপূর্ন প্রতিবাদ করছেন। মিনিয়াপোলিসে জর্জ ফ্লয়েডের শেষকৃত্যে তার ভাই টেরেন্স ফ্লয়েড সকলকে শান্ত ও শান্তিপূর্ন থাকার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, “আসুন আমর শান্ত থাকি। শান্তিপূর্ন অবস্থান করুন, অহিংস প্রতিবাদ করুন”।