সোমবার, ১ জুন ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম করোনায় আক্রান্ত
সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম করোনায় আক্রান্ত
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকা: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মাদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এখন চিকিৎসাধীন আছেন।
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ছেলে তানভীর শাকিল জয় গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। তিনি তাঁর বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক।
সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী করোনার উপসর্গ নিয়ে আজ সোমবার রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে
ভর্তি হন। পরে নমুনা পরীক্ষার পর তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। রাতেই এ খবর গণমাধ্যমকে জানানো হয়। ২০১৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নাসিম স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান।