বৃহস্পতিবার, ২১ মে ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » করোনায়: জরুরি অবস্থা তুলে নিচ্ছে- জাপান
করোনায়: জরুরি অবস্থা তুলে নিচ্ছে- জাপান
বিবিসি২৪নিউজ,জাপান প্রতিনিধি : জাপান সরকার অর্থনৈতিক পুনরুজ্জীবন করতে করোনাভাইরাস উপদেষ্টা প্যানেল পশ্চিম জাপানের তিনটি জেলা থেকে জরুরি অবস্থা তুলে নেয়ায় প্রশাসনের পরিকল্পনার প্রতি সমর্থন ব্যক্ত করেছে। প্যানেল বৃহস্পতিবার সকালে বৈঠকে মিলিত হয়। প্যানেলের সদস্যদের মধ্যে সংক্রামক রোগ বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত আছেন।
সরকার গত সপ্তাহে ৪৭টি জেলার মধ্যে ৩৯টি থেকে সারা দেশ জুড়ে জারি করা জরুরি অবস্থা তুলে নিয়েছে। অর্থনৈতিক পুনরুজ্জীবন মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি অবশিষ্ট আটটি জেলা নিয়ে বৈঠকে কথা বলেছেন। তিনি বলেন কিওতো, ওসাকা ও হিওগো জেলায় গত সাত দিন ধরে নতুন সংক্রমণের সংখ্যা প্রতি এক লক্ষ মানুষের মধ্যে ০.৫ এর নিচে নেমে এসেছে।
তিনি আরও উল্লেখ করেন যে পর্যাপ্ত চিকিৎসা সেবা ও নজরদারি ব্যবস্থা অঞ্চল জুড়ে কার্যকর থাকায় সরকার এখন জরুরি অবস্থা ঘোষণা তুলে নিতে পারে।
টোকিও, প্রতিবেশী তিনটি জেলা এবং হোক্কাইদো এখনও জরুরি অবস্থার আওতায় থাকবে।
জাপানের প্রধানমন্ত্রী আবে শিনযো বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা করেছেন যে তার সরকার পশ্চিম জাপানের ওসাকা, কিওতো ও হিওগো জেলা থেকে করোনাভাইরাসের কারণে জারি করা জরুরি অবস্থা তুলে নিচ্ছে।