শিরোনাম:
●   বাংলাদেশের দাবিতে ক্ষমা ও ক্ষতিপূরণের উল্লেখ নেই: পাকিস্তানের ভাষ্যে ●   চীনের শুল্ক নিয়ে আলোচনা বসতে নমনীয় ট্রাম্প ●   বেইজিং- ওয়াশিংটন বাণিজ্য যুদ্ধ শুরু, এলএনজি কেনা বন্ধ করেছে চীন: রিপোর্ট ●   ধীরে ধীরে বাড়ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ●   পাকিস্তান ১৯৭১ সালের গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার এখনই উপযুক্ত সময় ●   বাংলাদেশের কিছু ঘটনার কারণে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ●   ভারতের মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের ●   পাকিস্তানের কাছে ক্ষমা চাওয়াসহ তিন বিষয়ে সুরাহা চেয়েছে বাংলাদেশ ●   বাংলাদেশ সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র ●   বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক কতটুকু সফল হবে!
ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

BBC24 News
সোমবার, ১৮ মে ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ঠেকানো যাচ্ছে না ঈদযাত্রা
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ঠেকানো যাচ্ছে না ঈদযাত্রা
১৭১৪ বার পঠিত
সোমবার, ১৮ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে ঠেকানো যাচ্ছে না ঈদযাত্রা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: নিজ জায়গা থেকে ঈদ করতে বলেছে সরকার, ঈদের ছুটিতে ঢাকা থেকে বের হওয়া ও ফেরার পথ বন্ধের উদ্যোগ নিয়েছে পুলিশ৷ তারপরও ঠেকানো যাচ্ছে না ঈদযাত্রা৷

করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে দেশে প্রায় দুই মাস ধরে বন্ধ আছে গণপরিবহন৷ প্রতিদিনই রেকর্ড সংখ্যায় নতুন রোগী শনাক্ত ও মৃত্যুতে উদ্বিগ্ন সরকার ঈদের ছুটি অন্তর্ভুক্ত করে সাধারণ ছুটির মেয়াদ আগামী ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে এবং জনগণকে এ বছর যে যেখানে আছে সেখানে থেকেই ঈদ উদযাপনের পরামর্শ দিয়েছে৷

ঘরমুখো মানুষের স্রোত আটকাতে ঈদের আগে ও পরে সাত দিন জরুরি প্রয়োজন ছাড়া মানুষের যাতায়াত আটকাতে ঘোষণা দিয়ে রাস্তায় নেমেছে প্রশাসন৷

রোববার মাঠ পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আইজিপি বেনজীর আহমেদ রাজধানী ঢাকাকে অবরুদ্ধ করে ফেলার নির্দেশ দিয়েছেন।

বেনজীরের নির্দেশ ছিল, ‘‘সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত যেন কোনোভাবেই ঢাকার বাইরে থেকে ঢাকায় এবং ঢাকা থেকে ঢাকার বাইরে কেউ যেতে না পারে৷ একইভাবে প্রতিটি জেলা ও মহানগরীতেও জনস্বার্থে কঠোরভাবে এ নির্দেশ বাস্তবায়ন করা হবে৷’’

যাত্রীদের ঢাকা ফেরত পাঠাতে পুলিশের উদ্যোগ

রোববার সকাল থেকেই রাজধানী ছাড়তে উদ্যোত মানুষের ঢল আটকাতে সড়কগুলোতে পুলিশের সক্রিয় ভূমিকায় থাকার খবর নানা সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে৷ তারপরও মানুষের ঢাকা ছাড়া থেমে নেই৷

গণপরিবহন বন্ধ থাকায় মানুষ নিজের বা ভাড়া গাড়িতে চেপে বাড়ির পথে রওয়ানা হয়েছেন৷ কেউ কেউ ছোট ছোট যানবাহনে চড়ে ভেঙ্গে ভেঙ্গে পথ পাড়ি দিচ্ছেন৷

রোববার দক্ষিণাঞ্চলমুখী অনেক ব্যক্তিমালিকানাধীন গাড়ি মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে ঢাকায় ফেরতও পাঠিয়েছে পুলিশ৷ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের প্রবেশ মুখ সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়ায় চেক পোস্ট বসিয়ে পুলিশ এ কাজ শুরু করেছে৷ জরুরি পণ্যবাহী যান এবং জরুরি কোনো প্রয়োজন ছাড়া কেউ এই চেক পোস্ট পার হতে পারবে না বলে জানিয়ে দিয়েছে পুলিশ৷

কিন্তু থামছে না মানুষ৷ একদিক দিয়ে যেতে ব্যর্থ হলে গাড়ি ঘুরিয়ে অন্যদিকে রওয়ানা হচ্ছে৷ ফলে সোমবার অনেকটা বাধ্য হয়েই মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে৷

করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসনের অনুরোধে সোমবার বেলা ১১টা থেকে সব ধরনের যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানায় ফেরি কর্তৃপক্ষ৷

এই নিষেধাজ্ঞা কতদিন বহাল থাকবে তা জানতে টেলিফোনে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি৷

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, এই ঘাট দিয়ে রোববার মধ্যরাত থেকে ব্যক্তিগত গাড়ি পারাপার বন্ধ করে দিয়ে শুধু পণ্যবাহী গাড়ি পারাপারের জন্য চার-পাঁচটি ফেরি সচল রাখা হয়েছিল৷ কিন্তু ফেরিগুলো ঘাটে ভেড়ার সঙ্গে সঙ্গে শতশত মানুষ নদী পার হওয়ার জন্য হুড়মুড় করে ফেরিতে উঠে যেত৷

ফলে কর্তৃপক্ষ ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়৷ যার ফলে এখন পণ্যবাহী পিবহনগুলো নাদী পার হতে না পেরে বিপাকে পড়েছে৷

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের গোলড়া এলাকায়ও রোববার থেকে পুলিশ তল্লাশি চৌকি বসিয়ে জরুরি ও পণ্যবাহী পরিবহন ছাড়া বাকি যানবাহন ফিরিয়ে দিচ্ছে৷ পুরো সড়কে চলছে পুলিশি টহল৷



আর্কাইভ

বেইজিং- ওয়াশিংটন বাণিজ্য যুদ্ধ শুরু, এলএনজি কেনা বন্ধ করেছে চীন: রিপোর্ট
ধীরে ধীরে বাড়ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
পাকিস্তানের কাছে ক্ষমা চাওয়াসহ তিন বিষয়ে সুরাহা চেয়েছে বাংলাদেশ
বাংলাদেশ সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক কতটুকু সফল হবে!
সেভেন সিস্টার্স নিয়ে যে পদক্ষেপ নিল ভারত
বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা
গাজায় কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না: ইসরাইল
প্রশাসন বিএনপির পক্ষে, এদের অধীন নির্বাচন করা সম্ভব নয়: নাহিদ
ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ