বৃহস্পতিবার, ৭ মে ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভেনিজুয়েলার প্রেসিডেন্ট অপহরণের ঘটনা রাশিয়ার নিন্দা !
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট অপহরণের ঘটনা রাশিয়ার নিন্দা !
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীরা ভেনিজুয়েলার সরকারের পতন ঘটাতে সাম্প্রতিক যে চেষ্টা করেছে তাতে নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কোনো দেশের সরকার পরিবর্তনের জন্য বিজাতীয়দের শক্তি প্রয়োগের নীতিকে মস্কো সমর্থন করে না।বিবৃতিতে আরও বলা হয়েছে, ভেনিজুয়েলায় সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা সম্পর্কে মস্কো অবহিত আছে এবং ভেনিজুয়েলা জানিয়েছে আটক ব্যক্তিদের মধ্যে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কয়েক জন সদস্য রয়েছে।
রুশ বিবৃতিতে বলা হয়, ভেনিজুয়েলার বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারীরা বিষয়টিকে গোপন করার চেষ্টাও করে নি, তারা প্রকাশ্যেই এই অপরাধের ঘোষণা দিয়েছে। ঘটনার কয়েক দিন আগেই এই সন্ত্রাসী পরিকল্পনার কথা মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসে প্রকাশিত হয়।
রোববার ভোরে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা বা অপহরণ করতে সাগরপথে স্পিড বোটের সাহায্যে একদল সন্ত্রাসী সেদেশের বন্দর নগরী ‘লা গুয়াইরা’র সমুদ্র সৈকতে পৌঁছালে তাদের বিরুদ্ধে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী, এতে আট সন্ত্রাসী নিহত হয়।
এরপর আমেরিকার সাবেক সেনা জর্দান গুদ্রেয়ো ওই অভিযানে মদদ দেওয়ার কথা প্রকাশ্যে ঘোষণা করেন। আমেরিকার ওই সাবেক সেনা ফ্লোরিডা ভিত্তিক সিলভারকোর্প নামের একটি নিরাপত্তা সংস্থার প্রধান।
আটক একজন মার্কিন নাগরিক স্বীকার করেছেন, অভিযান চালিয়ে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করে আমেরিকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।