শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১
BBC24 News
সোমবার, ২৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জার্মানে সমালোচনার মুখে ম্যার্কেল
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জার্মানে সমালোচনার মুখে ম্যার্কেল
১২০৫ বার পঠিত
সোমবার, ২৭ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জার্মানে সমালোচনার মুখে ম্যার্কেল

---বিবিসি২৪নিউজ,আবু আইয়ুব,জার্মান থেকে: বিশ্বব্যাপী করোনা মহামারি সংকট সামলাতে উপযুক্ত পদক্ষেপ নিয়ে গোটা বিশ্বে প্রশংসা আদায় করছেন জার্মান চ্যান্সেলর ম্যার্কেল ৷ তবে জার্মানিতে, এমনকি নিজের দলের মধ্যেও তাঁর বিরুদ্ধে সমালোচনা বাড়ছে৷ করোনা সংকটের সময় জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সংযত, শান্ত, যুক্তিপূর্ণ আচরণ এবং ঐকমত্যের ভিত্তিতে সরকারি নীতি পরিচালনার দৃষ্টান্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রশংসা কুড়াচ্ছে৷ দীর্ঘ ১৫ বছর ধরে সরকার-প্রধান থাকা সত্ত্বেও এই সংকটের সময়ে জার্মানিতেও তাঁর জনপ্রিয়তা বেড়েছে৷ কিন্তু এতদিন দলমতনির্বিশেষে ম্যার্কেল যথেষ্ট সমীহ আদায় করলেও এবার সেই ভাবমূর্তিতে কিছুটা চিড় ধরছে৷

কড়াকড়ি শিথিল করা এবং করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে কড়াকড়ি চালিয়ে যাবার প্রবক্তাদের মধ্যে সংঘাতে ম্যার্কেল দ্বিতীয় দলের প্রতি খোলামেলা সমর্থন দেখাচ্ছেন৷ পরিস্থিতির উন্নতি সত্ত্বেও তিনি বারবার সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন৷ বিধিনিয়ম যেটুকু শিথিল করা হচ্ছে, আপাতত তার বেশি কোনো ছাড়ের প্রত্যাশা উড়িয়ে দিচ্ছেন ম্যার্কেল৷ যারা এই প্রশ্নে আরো ‘উদার’ নীতির দাবি করছে, তাদের পরোক্ষভাবে ভর্ৎসনা করছেন তিনি৷

বিরোধীরা তা সত্ত্বেও মুখ বন্ধ রাখছে না৷ জার্মান সংসদের নিম্ন কক্ষ বুন্ডেসটাগের স্পিকার এবং ম্যার্কেলের সিডিইউ দলের গুরুত্বপূর্ণ ও অভিজ্ঞ নেতা ভল্ফগাং শয়েবলে এক সংবাদপত্রের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, কড়াকড়ির মেয়াদ আরো বাড়ালে নাগরিকদের মৌলিক অধিকার খর্ব হবে৷ ডেয়ার টাগেসস্পিগেল সংবাদপত্রকে শয়েবলে বলেন, ‘‘যখন শুনি জীবন বাঁচানোর বিষয়টিকে সবার উপরে রাখতে হবে, আমার মনে হয় সেটা মোটেই পুরোপুরি ঠিক নয়৷”

বিধিনিষেধ শিথিল করার প্রশ্নে ম্যার্কেলের সঙ্গে কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সংঘাতও বাড়ছে৷ জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থরাইন ওয়েস্টফেলিয়ার মুখ্যমন্ত্রী এবং ম্যার্কেলের দলের নেতা আরমিন লাশেট রবিবার এক সাক্ষাৎকারে বলেন, করোনা সংকট এখনো জীবন-মরণের বিষয় হলেও কীভাবে বিধিনিয়ম শিথিল করা যায়, সে বিষয়ে আলোচনায় কোনো ক্ষতি নেই৷ এ ক্ষেত্রে লকডাউনের নেতিবাচক প্রভাবও বিবেচনা করা উচিত৷ বিশেষ করে স্কুল বন্ধ থাকায় শিশুরা যেভাবে প্রায় ছয় সপ্তাহ ধরে বাসায় থাকতে বাধ্য হচ্ছে, সে বিষয়টি তুলে ধরেন তিনি৷ লাশেট এমনকি অনেক বিশেষজ্ঞের পূর্বাভাষ নিয়ে প্রশ্ন তোলেন৷ তিনি মনে করিয়ে দেন যে, এই মুহূর্তে তাঁর রাজ্যে হাসপাতালের আইসিইউ-তে প্রায় ৪০ শতাংশ খালি রয়েছে৷ লাশেটের এই মন্তব্যের ভিত্তিতে জার্মানির সহচেয়ে জনপ্রিয় ট্যাবলয়েড সংবাদপত্র ‘বিল্ড’ ম্যার্কেল-কে বেশ নেতিবাচক আলোকে তুলে ধরেছে৷

জার্মানির বিরোধী দলগুলি সংকটের মাঝে এতকাল সরকারের প্রতি সমর্থন দেখিয়ে এলেও এবার প্রকাশ্যে ম্যার্কেলের সমালোচনা শুরু করেছে৷ জনপ্রিয় সবুজ দল বিধিনিয়ম শিথিল করার প্রশ্নে আরো সতর্কতার ডাক দিয়েছে৷ দলের সহ-সভানেত্রী আনালেনা বেয়ারবক দর্শক ছাড়াই বুন্ডেসলিগা ম্যাচের অনুমতির তীব্র বিরোধিতা করেছেন৷ উদাররন্থি দলের নেতা ক্রিস্টিয়ান লিন্ডনার বলেন, করোনা সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপ সম্পর্কে ঐকমত্য ভেঙে যাচ্ছে৷ তাঁর মতে, জাতীয় ঐক্যের দিন শেষ৷ সোমবার তিনি এক সাক্ষাৎকারে বলেন, কোনো রাষ্ট্র স্বাধীনতা খর্ব করলে তার সপক্ষে যথেষ্ট যুক্তি পেশ করতে হবে৷ গত কয়েক সপ্তাহান্ত ধরে বার্লিনে চরম বামপন্থি ও চরম দক্ষিণপন্থি গোষ্ঠী বিক্ষোভ দেখিয়ে চলেছে৷ করোনা সংকটের কারণ দেখিয়ে ‘স্বৈরাচারী ও অসাংবিধানিক’ পদক্ষেপের বিরুদ্ধে ‘গণতান্ত্রিক প্রতিরোধ’ গড়ে তুলতেই তারা এমনটা করছে বলে জানিয়েছে৷ চ্যান্সেলর হিসেবে আঙ্গেলা ম্যার্কেল অবশ্য সমালোচনা সত্ত্বেও অবিচলিত রয়েছেন৷ চলতি সপ্তাহেই তিনি পরিস্থিতি পর্যালোচনা করে সম্ভবত আগামী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেন৷



আর্কাইভ

ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক দিকে অগ্রসর হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা
নতুন আইজিপি বাহারুল ও ডিএমপি কমিশনার সাজ্জাত
পারমাণবিক আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া!
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ
ইলন মাস্কের রকেট উৎক্ষেপণ দেখতে হাজির ট্রাম্প
লেবাননে নিহত দুই শতাধিক শিশু: ইউনিসেফ
মার্তিনেজের ধাঁধানো গোলে জিতল আর্জেন্টিনা
পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিধি বাড়ালেন পুতিন
বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশ সফল হয়নি: হাসনাত
যুক্তরাষ্ট্র-ফিলিপাইন সামরিক গোয়েন্দা তথ্য চুক্তি স্বাক্ষর