মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারতে রাষ্ট্রপতি ভবনে কোভিড-১৯ শনাক্ত, ১০০ জনকে কোয়ারেন্টিনে
ভারতে রাষ্ট্রপতি ভবনে কোভিড-১৯ শনাক্ত, ১০০ জনকে কোয়ারেন্টিনে
বিবিসি২৪নিউজ, দীপক দত্ত,নয়াদিল্লি থেকে: মহামারি করোনাভাইরাসের থাবায় ভারতে রাষ্ট্রপতি ভবন। কমপ্লেক্সে এক পরিচ্ছন্নতা কর্মীর দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিনে রাখার খবর এসেছে। চার দিন আগে ওই পরিচ্ছন্নতা কর্মীর দেহে সংক্রমণ ধরা পড়ে বলে জানিয়েছে এনডিটিভি।
ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, রাষ্ট্রপতি ভবনের সচিব পর্যায়ের কর্মকর্তা ও তাদের পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। আর কর্মীদের দিল্লির একটি কোয়ারেন্টিন কেন্দ্রে নিয়ে রাখা হয়েছে।
তবে পরীক্ষা করে এখনো কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী ছাড়া অন্য কারও দেহে ভাইরাসটি পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল পর্যন্ত ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৬০১ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে ৫৯০ জনের মৃত্যু হয়েছে। এদের ৪৭ জন সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন।
কোভিড-১৯ রোগীর সংখ্যার দিক থেকে ভারতের রাজ্যগুলোর মধ্যে শীর্ষে আছে মহারাষ্ট্র। এরপরই রাজধানী দিল্লির অবস্থান, যেখানে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে।
অতি ছোঁয়াচে ভাইরাসটির বিস্তার ঠেকাতে চার সপ্তাহ ধরে পুরো ভারত রয়েছে লকডাউনে, ৩ মে পর্যন্ত চলবে।