রবিবার, ১৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মার্কিন বাহিনীর উপস্থিতিই মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার কারণ: ইরান
মার্কিন বাহিনীর উপস্থিতিই মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার কারণ: ইরান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অবৈধ উপস্থিতি হচ্ছে এ অঞ্চলের অস্থিতিশীলতা এবং নিরাপত্তাহীনতা সৃষ্টির প্রধান কারণ। এ অবস্থার অবসানে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সন্ত্রাসী বাহিনীকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করার জন্য আইআরজিসি জোরালো আহ্বান জানিয়েছে।সম্প্রতি আমেরিকা অভিযোগ করেছে যে, ইরানের যুদ্ধজাহাজ আমেরিকার সামরিক নৌযানের কাছাকাছি চলে এসেছিল এবং সংঘাতপূর্ণ অবস্থা তৈরি করেছে। আমেরিকার এই অভিযোগের জবাবে আইআরজিসি’র নৌ শাখা আজ (রোববার) এক বিবৃতিতে এসব কথা বলেছে।
আইআরজিসি বলেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন নৌবাহিনীর সন্ত্রাসীরা বারবার পারস্য উপসাগরে অপেশাদারসুলভ আচরণ করেছে। আইআরজিসি গত ১৫ এপ্রিল পারস্য উপসাগরে নিজের জলসীমায় ১১টি নৌযান পাঠায়। প্রথমে ইরানি বোটগুলোর সতর্কবার্তা উপেক্ষা করলেও মার্কিন সন্ত্রাসী বাহিনী পরবর্তীতে পথ ছেড়ে দেয় এবং ওই এলাকা থেকে মার্কিন জাহাজ চলে যায়।