শনিবার, ১৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনতে চাই- ইরাক
রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনতে চাই- ইরাক
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে ইরাকের জাতীয় সংসদ। ইরাকের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির কাছে এ বিষয়ে অনুরোধ জানিয়ে একটি প্রস্তাব পেশ করেছে।
কমিটির অন্যতম সদস্য বাদর আল- জিয়াদি আরবি ভাষার আস-সাবাহ পত্রিকাকে বলেন, সংসদীয় কমিটি একটি পূর্ণাঙ্গ গবেষণাপত্র প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছে এবং এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার অনুমোদন দেয়ার দাবি জানিয়েছে। বিষয়টি নিয়ে এরইমধ্যে দেশের সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ডের সঙ্গে আলোচনা করা হয়েছে। এখন প্রধানমন্ত্রীর সম্মতির অপেক্ষা করা হচ্ছে।
ইরাকের এ সংসদ সদস্য জানান, দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। নতুন সরকার গঠন করা হলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং আশা করা যায় এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রক্রিয়া অনুমোদিত হবে।
জিয়াদি বলেন, এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের প্রয়োজন হবে এবং এ জন্য রাজনৈতিক সিদ্ধান্তে প্রয়োজন। তিনি বলেন, সামরিক সরঞ্জামাদির বিষয়ে ইরাক শুধুমাত্র পশ্চিমা উৎসের উপর নির্ভর করতে চায় না।