বুধবার, ৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » করোনাভাইরাস: অমিতাভ বচ্চনের প্রথম বার্তা
করোনাভাইরাস: অমিতাভ বচ্চনের প্রথম বার্তা
বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: একেবারে শেষে অমিতাভ বচ্চন বলেছেন, ”আমরা সবাই বাড়িতে বসে এই ছবি শুট করেছি। আপনারাও বাড়িতে থাকুন। তবেই আপনারা এই বিপজ্জনক করোনা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারবেন।” এটা ছিল প্রথম বার্তা। দ্বিতীয় বর্তাটি হলো, ”আমাদের দেশের সিনেমার সঙ্গে জড়িত সকলে একটি পরিবারের মতো। ক্যামেরার পিছনে আরও বড় একটি পরিবার আছে। দৈনিক মজুরিতে কাজ করে সেই পরিবার। টেলিভিশন চ্যানেলগুলিকে সঙ্গে নিয়ে আমরা সকলে একটি তহবিল তৈরি করেছি। সেই অর্থ দিয়ে সারা দেশের সিনেমার সঙ্গে জড়িত কর্মী ও শ্রমিকদের সাহায্য করা হবে।” এমনিতে ব্যক্তিগতভাবে তারকারা করোনায়আক্রান্তদের জন্য টাকা দিয়ে, প্রয়োজনীয় জিনিস দিয়ে সাহায্য করছেন। কিন্তু অমিতাভদের এই উদ্যোগ গোটা দেশের সিনেমাশিল্পের সঙ্গে জড়িত কর্মী ও শ্রমিকদের সাহায্য করতে।
সব শেষে অমিতাভ সেই আশার কথা শুনিয়েছেন, যার দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব। অমিতাভ বলেছেন, ”ভয় পাবেন না, নিরাপদে থাকবেন। এই সংকট কেটে যাবে।” এর মধ্যেই ভারতের দিকে দিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছবিটি।