শুক্রবার, ৩ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইরাকে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন
ইরাকে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে মোতায়েন মার্কিন সেনা এবং ঘাঁটিগুলোর নিরাপত্তা রক্ষার জন্য আমেরিকা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। ইরাকের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সদস্য কারিম আলাভী বলেছেন, মার্কিন সেনারা ইরাকের ভূখণ্ডে যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে তা দেশের জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন।
মার্কিন বাহিনীর এই পদক্ষেপের নিন্দা করে তিনি বলেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ব্যাপারে ওয়াশিংটনের সঙ্গে যদি বাগদাদ সরকারের কোনো চুক্তি হয়ে থাকে তাহলে তার বিস্তারিত বিবরণ প্রকাশ করতে হবে।
কারিম আলাভি ইরাকের আরবি ভাষার সংবাদ সংস্থা আল-মালোমাহকে বিশেষ এক সাক্ষাৎকারে গতকাল (বৃহস্পতিবার) বলেন, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে জাতীয় সংসদে যে প্রস্তাব পাস হয়েছে তা কোনোমতেই পরিবর্তনযোগ্য নয় এবং ইরাকের ভেতরে মার্কিন সেনা ও সরকার যা করছে ইরাকি জনগণের কাছে তার জবাব দেয়া উচিত। তিনি সুস্পষ্ট করে বলেন, মার্কিন সেনারা বারবার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির যোদ্ধাদের ওপর হামলা চালাচ্ছে।
সম্প্রতি বিভিন্ন খবর থেকে জানা যাচ্ছে যে, ইরাকের এ পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তাতে দেখা যায় আমেরিকা ইরাকের ভিতরে তিনটি সামরিক ঘাঁটিতে প্যাট্র্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের ব্যবস্থা করেছে যা ইরাকের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন।