শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১

BBC24 News
শুক্রবার, ২৭ মার্চ ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » বিশ্বে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » বিশ্বে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে
১৫২৪ বার পঠিত
শুক্রবার, ২৭ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা; একদিনে ৪০ হাজার বেড়ে কোভিড-১৯ রোগীর সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির বৃহস্পতিবার রাতে দেওয়া হালনাগাদ তথ্য অনুযায়ী, বিশ্বের লাফিয়ে লাফিয়ে বেড়ে ১৭৫টি দেশ ও অঞ্চলে বিস্তৃত হয়ে ৫ লাখ ১১ হাজার ৬০৩ জনকে আক্রান্ত করেছে নভেল করোনাভাইরাস।

আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু ঘটেছে ২৩ হাজার ৬৭ জনের; আর সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ২০ হাজার ৯৮৩ জন। ইউরোপ ও আমেরিকায় ব্যাপক সংক্রমণে পর বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ায় উদ্বেগ জানিয়ে আসছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস গত সোমবারই দেখিয়েছিলেন, কত দ্রুতগতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

নভেল করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হওয়ার পর তা লাখ ছাড়াতে সময় লেগেছিল ৬৭ দিন। রোগীর সংখ্যা এক লাখ থেকে দুই লাখে যেতে সময় লেগেছে ১১ দিন।

এরপর চার দিনেই রোগীর সংখ্যা দুই লাখ থেকে তিন লাখে পৌঁছে যাওয়া নিয়েই উদ্বেগ দেখিয়েছিলেন গ্যাব্রিয়েসাস। এখন চার দিনে রোগীর সংখ্যা চার লাখের গণ্ডি ছাড়িয়ে ৫ লাখও ছাড়িয়ে গেছে। অর্থাৎ প্রতি দুদিনে এক লাখ আক্রান্ত হচ্ছে।

গত বছরের শেষ মাস ডিসেম্বরের একেবারে শেষ দিকে চীনের উহান শহরে প্রথম নতুন ধরনের এই করোনাভাইরাসের সংক্রমণ ঘটে। অন্য প্রদেশগুলোতে দ্রুত ছড়িয়ে যাওয়ার পর ভিন্ন দেশেও ভাইরাস সংক্রমণ দেখা দেয়।

তখন এই ভাইরাসের নাম দেওয়া হয় নভেল করোনাভাইরাস, আর এর ফলে সৃষ্ট রোগ নাম পায় কোভিড-১৯; যার লক্ষণ জ্বর, মাথাব্যথা ও শ্বাসজনিত সমস্যা।

শুরুতে চীনে মৃতের সংখ্যা হু হু করে বাড়তে থাকলেও মাস দুয়েকের মধ্যে তারা পরিস্থিতি অনেকটাই সামলে নিয়ে ফেলে।

চীনের পর প্রথমে দক্ষিণ কোরিয়া এবং এরপর ইতালিতে মৃতের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। কোরিয়া পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ আনতে পারলেও ইউরোপ বিপর্যস্ত হওয়ার পর এখন পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র।

আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়াতে না পারলেও মৃতের সংখ্যায় ছাড়িয়ে যাওয়া ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭১২ জনের মৃত্যু ঘটেছে, যা আগের দিনের চেয়ে ৫০ জন বেশি।

এনিয়ে ইতালিতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৮ হাজার ১৬৫ জনে। সর্বমোট আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৫৩৯ জন।

স্পেনেও মৃতের সংখ্যা বাড়ছে ইতালির মতোই। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৬৫৫ জনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১৪৫ জনে। স্পেনের আক্রান্ত ৫৬ হাজার ১৯৭ জন।

যুক্তরাষ্ট্রে হু হু করে আক্রান্তের সংখ্যা বেড়ে এখন স্পেনকে ছাড়িয়ে গেছে। দেশটিতে ৭৫ হাজার ২৩৩ জন কোভিড রোগী ধরা পড়েছে। এর মধ্যে মারা গেছে ১ হাজার ৯৩ জন।

যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ হাজার ছুঁই ছুঁই করছে, এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৭৭ জনের।

আক্রান্তের সংখ্যায় চীন এখনও শীর্ষে আছে, যদিও তাদের নতুন সংক্রমণের হার খুব কম। চীনে আক্রান্তের মোট সংখ্যা ৮১ হাজার ৭৮২, মৃতের সংখ্যা ৩ হাজার ২৯১।

আক্রান্তের সংখ্যায় চীনের পর যথাক্রমে রয়েছে- ইতালি (৮০৫৩৯), যুক্তরাষ্ট্র (৭৫২৩৩), স্পেন (৫৬১৯৭), জার্মানি (৪৩৬৪৬), ইরান (২৯৪০৬), ফ্রান্স (২৫৬২৪), সুইজারল্যান্ড (১১৭১২), যুক্তরাজ্য (৯৯৬৩) ও দক্ষিণ কোরিয়া (৯২৪১)।

মৃতের সংখ্যায় ইতালি, চীন ও স্পেনের পরে ইরান (২২৩৪) ও ফ্রান্সেই (১৩৩১) এক হাজারের বেশি রোগী মারা গেছে।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগী ধরা পড়েছে পাকিস্তানে ১ হাজার ১৭৯ জন। এর মধ্যে মারা গেছেন ৯ জন। ভারতে আক্রান্তের সংখ্যা পাকিস্তানের চেয়ে কম (৭১৯) হলেও মারা গেছে ১৬ জন।

বাংলাদেশে ৪৪ জনের আক্রান্ত হওয়ার মধ্যে পাঁচজনের মৃত্যু ঘটেছে। এছাড়া সুস্থ হয়েছেন ১১ জন।



এ পাতার আরও খবর

একাত্তরে আমরা কোনো ভুল করে থাকলে, জাতির কাছে ক্ষমা চাইব: জামায়াত আমির একাত্তরে আমরা কোনো ভুল করে থাকলে, জাতির কাছে ক্ষমা চাইব: জামায়াত আমির
ট্রাম্প প্রশাসনে বাণিজ্যমন্ত্রী হওয়ার্ড লুটনিক ট্রাম্প প্রশাসনে বাণিজ্যমন্ত্রী হওয়ার্ড লুটনিক
দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি দিয়েছেন: বাইডেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি দিয়েছেন: বাইডেন
পুতিন ইসরায়েলের কাছে ধরাশায়ী হচ্ছেন পুতিন ইসরায়েলের কাছে ধরাশায়ী হচ্ছেন
বাংলাদেশ-ভারত সম্পর্ক বহুমুখী ও বিস্তৃত: প্রণয় ভার্মা বাংলাদেশ-ভারত সম্পর্ক বহুমুখী ও বিস্তৃত: প্রণয় ভার্মা
পুতিনের সঙ্গে জার্মান চ্যান্সেলর রুদ্ধদ্বার বৈঠক পুতিনের সঙ্গে জার্মান চ্যান্সেলর রুদ্ধদ্বার বৈঠক
জলবায়ু সম্মেলনে তহবিলের দ্বিগুণ সাহায্য চাচ্ছে ক্ষতিগ্রস্ত দেশগুলো জলবায়ু সম্মেলনে তহবিলের দ্বিগুণ সাহায্য চাচ্ছে ক্ষতিগ্রস্ত দেশগুলো
টিকাবিরোধী ও চিকিৎসকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিলেন ট্রাম্প টিকাবিরোধী ও চিকিৎসকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিলেন ট্রাম্প
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করলেন ইলন মাস্ক ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করলেন ইলন মাস্ক
ভারতে বায়ুদূষণের মারাত্মক অবনতি, দিল্লির সব প্রাইমারি স্কুল বন্ধ ভারতে বায়ুদূষণের মারাত্মক অবনতি, দিল্লির সব প্রাইমারি স্কুল বন্ধ

আর্কাইভ

ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক দিকে অগ্রসর হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা
নতুন আইজিপি বাহারুল ও ডিএমপি কমিশনার সাজ্জাত
পারমাণবিক আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া!
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ
ইলন মাস্কের রকেট উৎক্ষেপণ দেখতে হাজির ট্রাম্প
লেবাননে নিহত দুই শতাধিক শিশু: ইউনিসেফ
মার্তিনেজের ধাঁধানো গোলে জিতল আর্জেন্টিনা
পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিধি বাড়ালেন পুতিন
বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশ সফল হয়নি: হাসনাত
যুক্তরাষ্ট্র-ফিলিপাইন সামরিক গোয়েন্দা তথ্য চুক্তি স্বাক্ষর