সোমবার, ২৩ মার্চ ২০২০
প্রথম পাতা » অর্থনীতি | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » রিজার্ভ চুরির মামলায় হারলো বাংলাদেশ
রিজার্ভ চুরির মামলায় হারলো বাংলাদেশ
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকের বিরুদ্ধে চুরি সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের দায়ের করা মামলা খারিজ হয়ে গেছে বলে জানিয়েছে মামলার অন্যতম বিবাদী সোলায়ার রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর মালিক কোম্পানি ব্লুমবেরি রিসোর্টস গ্রুপ।
সোমবার ফিলিপাইনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ইনকোয়ারার’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। গত ২০ মার্চ ওই মামলা খারিজ করা হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, সোমবার সোলায়ার রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর মালিক কোম্পানি ব্লুমবেরি রিসোর্টস গ্রুপ ফিলিপাইনের স্টক এক্সচেঞ্জে এ তথ্য জানায়। ওই ঘোষণায় বলা হয়, নিউ ইয়র্কের ম্যানহাটন সাদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট ২০ মার্চ মামলাটি খারিজ করে।
৪ বছর আগে হ্যাকিংয়ের মাধ্যমে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের রিজার্ভের চুরি যাওয়া অর্থ উদ্ধারের আশায় দায়ের করা ওই মামলায় রিজল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) এবং ওই ব্যাংকের বেশ কয়েক শীর্ষ কর্মকর্তাসহ ডজনখানেক ব্যক্তিকে আসামি করা হয়েছিল।