শুক্রবার, ২০ মার্চ ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » করোনা আতঙ্কে ইরানের মার্কেট-শপিংমল বন্ধ
করোনা আতঙ্কে ইরানের মার্কেট-শপিংমল বন্ধ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: চীনের উহান থেকে এখন পর্যন্ত বিশ্বের ১৭৩টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানই মহামারীর প্রাণকেন্দ্র হয়ে উঠেছে।এদিকে, করোনার সংক্রমণ ঠেকাতে ইরানের সব মার্কেট ও শপিংমল অন্তত ১৫ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। তবে ফার্মেসি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়কেন্দ্রগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
শুক্রবার থেকেই এ নির্দেশনা কার্যকর হচ্ছে।
ইরানে করোনার প্রাদুর্ভাবের কারণে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ২৮৪ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আক্রান্ত মোট ১৮ হাজার ৪০৭ এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৭১০ জন।