মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:আফগানিস্তান থেকে শর্তসাপেক্ষে সেনা প্রত্যাহার শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার এক বিবৃতিতে দেশটিতে নিযুক্ত মার্কিন সেনা মুখপাত্র কর্নেল সনি লেগেট বলেন, সেনা প্রত্যাহারের বিষয়টি যুক্তরাষ্ট্র-তালেবানের যৌথ ঘোষণা এবং মার্কিন-তালেবান চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।গত মাসের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবান আফগানিস্তান থেকে ওয়াশিংটনের সব সেনা প্রত্যাহারের জন্য একটি নির্দিষ্ট সময়সাপেক্ষে শান্তিচুক্তি স্বাক্ষর করেছে। খবর ইয়েনি শাফাকের।
যৌথ ঘোষণায় বলা হয়েছে, চুক্তি অনুসারে ১৩৫ দিনের মধ্যে ৮ হাজার ৬০০ মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। এ ছাড়া সম্পূর্ণভাবে ১৪ মাসের মধ্যে সব সেনা প্রত্যাহার করা হবে।
লেগেট বলেন, মার্কিন-আফগান সামরিক বাহিনীর উদ্দেশ্য ছিল আল-কায়েদা এবং আইএস আইএসের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা ও আফগান জাতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনীকে সমর্থন দেয়া।
সংঘাত নিরসনের উপায় বের করতে গত ১০ মার্চ নরওয়ের রাজধানী অসলোতে তালেবান ও আফগান শান্তিচুক্তি হয়।
আফগানিস্তানে নিযুক্ত মার্কিন এ কর্মকর্তা বলেন, মঙ্গলবার হেলমান্দ চেকপয়েন্টে আফগান সামরিক বাহিনীর ওপর ৪৩বার হামলা চালিয়েছে তালেবান।
তিনি বলেন, তালেবান নেতার আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রতিশ্রুতি দিয়েছেন তারা সংঘাত ও হামলা বাড়াবে না। আমরা তালেবানকে অনুরোধ করছি অপ্রয়োজনীয় হামলা বন্ধ করতে এবং তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে।